ঢাকা (ভোর ৫:১৯) সোমবার, ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

মাধবকুন্ড ঝরনার পানির গুনাগুন বৃদ্ধিতে ঔষধ ছিটাচ্ছে প্রশাসন

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock বৃহস্পতিবার রাত ০৮:২৬, ৭ নভেম্বর, ২০১৯

ইবাদুর রহমান জাকির, বড়লেখা প্রতিনিধিঃ মৌলভীবাজারের বড়লেখা মাধবকুন্ড ঝরনার পানিতে মাছসহ অন্যান্য জল জীবের মরণ ঠেকাতে পানির গুণাগুণ স্বাভাবিক রাখতে ঔষধ ছিটানো হচ্ছে। বড়লেখা উপজেলার অতিরিক্ত দায়িত্বে থাকা কুলাউড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সুলতান মাহমুদ বাংলা এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, আজ দিনে মাছ ও জলজ জীবের মরণ ঠেঁকাতে এবং পানির গুণাগুণ রক্ষা করতে ঝরনার পানিতে ঔষধ ছিটানো হয়েছে। পানির পিএইচ, দ্রুতবিভূত অক্সিজেন, এমোনিয়া, হার্ডনেস, টিডিএস স্বাভাবিক আছে। আশা করছি, এখন থেকে আর মাছ মারা যাবে না। পানিতে রাসায়নিক জাতীয় বিষ পাওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে, কোন মাছ শিকারী পাহাড়ি বিষলতা পানিতে প্রয়োগ করার কারণে মাছ ও জলজজীব মরেছে।তিনি আরও বলেন, পানি ও মাছের নমুনা সংগ্রহ করা হয়েছে। প্রয়োজনে পরীক্ষার জন্য ঢাকায় প্রেরণ করা হবে।’

মাধবকুন্ড ঝরনার পানিতে বিষ প্রয়োগের ঘটনায় বন বিভাগের বিট অফিসার শেখর রঞ্জন রায় বড়লেখা থানায় একটি জিডি করেছেন। বড়লেখা থানার ওসি ইয়াছিনুল হক বলেন, বন বিভাগের পক্ষ থেকে সাধারণ ডায়েরী করেছেন। তারই আলোকে তদন্ত করে দেখা হচ্ছে।’




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT