ঢাকা (রাত ৩:৫১) সোমবার, ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

৪৪ বছর যাবৎ বিধবা, আর কত বছর বিধবা থাকলে ভাতা পাবে বাসন্তী 

শাকিল হোসেন শওকত,নাগরপুর,টাঙ্গাইল শাকিল হোসেন শওকত,নাগরপুর,টাঙ্গাইল Clock সোমবার দুপুর ০৩:৩৪, ২৬ এপ্রিল, ২০২১

আজ থেকে প্রায় ৪৪ বছর আগের কথা, নিরাঞ্জন যখন ৪ মাসের বাসন্তীর গর্ভে, তখন টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ভাদ্রা ইউনিয়নের বেহালী খামার গ্রামের নিরাঞ্জনের পিতা গনেশ চন্দ্র সূত্রধর এ পৃথিবীর মায়া ত্যাগ করেন।

স্বামী রক্ত আমাশায়ে মারা যাওয়ার পর মাথায় আকাশ ভেঙ্গে পড়ে বাসন্তীর উপর। ২ ছেলে ২ মেয়ে এবং গর্ভে অনাগত সন্তান সহ নিজের ভরনপোষণ নিয়ে উপায়ান্তর না পেয়ে ভিক্ষাবৃত্তির পথ বেছে নেয় তখন।

১৯৫৭ সালের প্রথম দিকে জন্ম বাসন্তীর, মুদ্রিত রয়েছে তা স্মার্টকার্ডে, তার বয়স ৬৪ অতিক্রম করেছে আজ।

গতবছর, নাগরপুর উপজেলাকে শতভাগ সামাজিক নিরাপত্তার আওতায় এনেছে সরকার। বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী ভাতা এখন উপজেলায় শতভাগ হলেও বাসন্তীর ৬৪ বছরের জীবন সংগ্রামে আজও মেলেনী বয়স্ক ভাতা। স্বামী হারিয়েছে প্রায় ৪৪ বছর হলেও জোটেনি বিধবা ভাতার একটি কার্ড। ৪৪ বছরের ভিক্ষাবৃত্তির পরও মেলেনি ১০ টাকা কেজি দরের ওএমএস এর চাউল। পায়নি ভিজিডি কার্যক্রমের ১ কেজি চাউল। করোনা মোকাবিলায় সরকারের পক্ষ থেকে ২৫০০ টাকা দেয়া হলেও পায়নি বাসন্তী। ১ বছরের বেশি হলো করোনা, লকডাউন বেঁচে আছে কি না তাও খবর নেয়নি কেউই।

কথার প্রসঙ্গে তিনি বলেন, সরকারের কাছ থেকে সে ১০ টা পয়সার সুযোগ সুবিধে পায়নি। তবে এ সব সুযোগ সুবিধে না পাওয়া নিয়ে নেই তার মনে বিন্দু মাত্র কষ্ট। হাসিমুখে বলেন, আগে বস্যা (বর্ষা) মাসে অনেক পানি হইতো, এহন বস্যা মাসে খুব বেশি পানি হয় না। অনেক কষ্ট কইরা হাতর পাইরা ভিক্কা করছি। এহন আর এত কষ্ট হয়না। আর বাপু বাচুমই কয় দিন। এহন আর এগুন দিয়া কি হইবো।

এ বিষয়ে ভাদ্রা ইউনিয়নের চেয়ারম্যান মো. হাবিবুর রহমান বলেন, উপজেলা সমাজ সেবা অফিস ও ইউনিয়ন পরিষদের সমন্বয় হীনতার কারনে অনেক কাজ সঠিক ভাবে হয় না। বাসন্তীর নাম গতবছর আমি দিয়েছি এখনও কেন হয়নি, এটা আমার বোধগম্য নয়। তবে এ বিষয়ে আমি খোঁজ খবর নেবো।

নাগরপুর উপজেলার সমাজসেবা অফিসার সৌরভ তালুকদার জানান, আমাদের উপজেলায় শতভাগ সামাজিক নিরাপত্তার ঘোষণা হলেও সবাইকে দেয়া সম্ভব হচ্ছে না। তার বয়সের কথা শুনে বললেন, আগে জানা থাকলে, তাকে বয়স্ক ভাতার কার্ড করে দিতে পারতাম। আর কত বছর বিধবা থাকলে, তিনি বিধবা ভাতার একটি কার্ড পেতে পারে? এমন প্রশ্নের উত্তরে সৌরভ তালুকদার জানান, আসলে শত ভাগ সুবিধার মধ্যে সকলকে এ সুবিধার মধ্যে আনতে সময় লাগবে। নীতিমালা অনুয়ায়ী কাজ করলে সকলেই ভাতা পেয়ে অতিরিক্ত থাকবে।

৪৪ বছর যাবৎ বিধবা, আর কত দিন বিধবা থাকলে বাসন্তী ভাতা পাবে, এমন প্রশ্নের উত্তরে সৌরভ তালুকদার বলেন, আমাদের সাথে যোগাযোগ করলে, আমরা করে দেবো।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT