ঢাকা (বিকাল ৩:০১) শুক্রবার, ১৭ই মে, ২০২৪ ইং

২ হাজার অসহায়দের মাঝে ঈদানন্দের হাসি ফুটিয়েছেন পিটার চৌধুরী



দাউদকান্দি পৌরসভার প্রায় ২ হাজার অসহায় ও কর্মহীন পরিবারের মুখে ঈদানন্দের হাসি ফুটিয়েছেন আব্দুল লতিফ চৌধুরী এন্ড সন্স এর অন্যতম স্বত্ত্বাধিকারী দুই সহদর পিটার চৌধুরী ও রবিন চৌধুরী।

পিটার চৌধুরী জানান, অসহায় ও কর্মহীনদের পাশে আমি ও আমার পরিবার পাশে ছিলাম। বরাবরের মতো এবারো কর্মহীন ও দু:স্থদের মাঝে আমরা ঈদসামগ্রী বিতরণ করছি। এটা সমাজের প্রতি আমাদের এক ধরনের দায়িত্ববোধ।

তিনি আরও বলেন, করোনাকালীন লকডাউনে সমাজের সকল বিত্তবানরা নিজেরা দায়িত্ববান হয়ে অসহায় ও কর্মহীনদের সাহায্য করা উচিত।

বিশিষ্ট সমাজ সেবক পিটার চৌধুরী বলেন, আমার বাবা মরহুম আব্দুল লতিফ চৌধুরী একজন আদর্শিক সমাজ সেবক ছিলেন। তিনি অকাতরে সমাজ ও মানুষের জন্য নির্লোভভাবে কাজ করে গেছেন।

তদ্রুপ আমরাও তার আদর্শ বুকে লালন করে আজীবন অসহায় ও দু:খী মানুষের মুখে হাসি ফুটাতে চাই। আমরা কখনো নিতে আসবো না। আমরা সমাজকে আজীবন দিয়ে যাবো-ইনশাল্লাহ।

সমাজ সেবা করার আমার এক ধরনের নেশা।তিনি পৌরবাসি সকলের কাছে তার পিতা মরহুম আব্দুল লতিফ চৌধুরী’র রহুের মাগফিরাত কামনায় দোয়ার আহ্বান জানিয়েছেন।

শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর




© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT