ঢাকা (দুপুর ১:১৮) বৃহস্পতিবার, ৯ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

২১আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে গৌরীপুরে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

২১আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে গৌরীপুরে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

ওবায়দুর রহমান ওবায়দুর রহমান Clock মঙ্গলবার সকাল ১১:০৮, ২২ আগস্ট, ২০২৩

আওয়ামী লীগের সন্ত্রাসবিরোধী শান্তি সমাবেশে ২০০৪ সালের ২১ আগস্ট বর্বরোচিত গ্রেনেড হামলার প্রতিবাদে ময়মনসিংহের গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ, প্রতিবাদ সমাবেশ ও শহীদদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সোমবার বিকালে গৌরীপুর পৌর শহরের ধানমহাল এলাকায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্য়ালয়ের সামনে এই কর্মসূচির আয়োজন করা হয়।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট নিলুফার আনজুম পপির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সোমনাথ সাহার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন বীরমুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি। বিশেষ অতিথির বক্তব্য দেন পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র সৈয়দ রফিকুল ইসলাম।

কর্মসূচিতে অংশ নেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা অধ্যক্ষ ডা. মতিউর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম মুহাম্মদ আজাদ, উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হেলাল উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন আহমেদ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ রফিকুল ইসলাম দিপু, সাবেক সহসভাপতি রুহুল আমিন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন জুয়েল, সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ ও আব্দুল মুন্নাফ, সাবেক উপজেলা চেয়ারম্যান আলী আহাম্মদ খান পাঠান সেলভী, সাবেক জেলা পরিষদ সদস্য এইচএম খায়রুল বাসার, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, সালমা আক্তার রুবি, রামগোপালপুর ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল আমীন জনি, বোকাইনগর ইউনিয়ন চেয়ারম্যান আল মুক্তাদীর শাহীন, পৌর যুবলীগের সভাপতি মেহেদি হাসান মিথুন, গৌরীপুর সরকারি কলেজের সাবেক জিএস মাজহারুল ইসলাম টুটুল, উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি নাজিমুল ইসলাম শুভ, সাবেক সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ রাসিক প্রমুখ।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT