ঢাকা (সন্ধ্যা ৭:৪৮) রবিবার, ২৯শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম

Join Bangladesh Navy


১২ দফা দাবি বাস্তবায়নে গৌরীপুরে নির্মাণ শ্রমিকদের মানববন্ধন

ওবায়দুর রহমান ওবায়দুর রহমান Clock বৃহস্পতিবার সন্ধ্যা ০৬:০৭, ১৮ জানুয়ারী, ২০২৪

ময়মনসিংহের গৌরীপুরে ১২ দফা দাবি বাস্তবায়নে নির্মাণ শ্রমিকদের দাবি দিবসে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ (ইনসাব) এর আয়োজনে বেলা ১১ টায় মধ্যবাজার ধানমহালস্থ পুরাতন সোনালী ব্যাংক কৃষ্ণচ‚ড়া চত্বরে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে সংগঠনটি পৌর শহরে একটি র‌্যালী করে।

 

মানববন্ধনে নির্মাণ শ্রমিকদের জন্য নির্মাণ কলোনী স্থাপন, শ্রমিকদের কর্মস্থলে নিরাপত্তা, স্বাস্থ্যসম্মত পরিবেশ, কর্মস্থলে দুর্ঘটনায় নিহত শ্রমিকদের পরিবারকে কমপক্ষে ১৫ লাখ টাকা ক্ষতিপূরণ, ক্ষতিপূরণ শ্রম আইন সংশোধন করে অন্তভ‚ক্তি, আহত শ্রমিকদের সুচিকিৎসা, পর্যাপ্ত ক্ষতিপূরণ, বাসস্থান, পেনশন স্কিম, রেশনিং ব্যবস্থা চালু, শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের তহবিল থেকে দুর্ঘটনায় আহত-নিহত এবং দূরারোগ্য রোগে আক্রান্ত শ্রমিকদের পর্যাপ্ত সাহায্যের মাধ্যমে সামাজিক নিরাপত্তা, কর্মস্থলের সন্ত্রাস-চাঁদাবাজি ও সহিসংতা বন্ধ, জেলা ও উপজেলায় শ্রম আদালত স্থাপনসহ ২০২৪-২০২৫ অর্থ বছরের বাজেটে অর্থ বরাদ্দ করে নির্মাণ শ্রমিকদের ১২ দফা দাবি উত্থাপন করা হয়।

 

ইনসাব গৌরীপুর উপজেলা শাখার সভাপতি মোঃ শাহ আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মোস্তাকিম আহমেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনের উপজেলা কমিটির উপদেষ্টা মোঃ ইদ্রিস আলী, কার্যকরী সভাপতি মোঃ হাবিবুর রহমান হাবিব, সহ-সভাপতি মোঃ নজরুল ইসলাম, অর্থ সম্পাদক মাহাবুল ইসলাম, প্রচার সম্পাদক মোঃ সাইফুল ইসলাম ও সদস্য জয়নাল আবেদীন প্রমুখ।

 

মানববন্ধনে বক্তারা বলেন, নির্মাণ শ্রমিকরা নানাভাবে বৈষম্যের শিকার। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে তারা অবদান রাখলেও শ্রমিক হিসেবে সব ধরনের সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। পেশাগত ঝুঁকি অনেক বেশি থাকলেও দূর্ঘটনা ঘটলে নূন্যতম ক্ষতিপূরণ তারা পায় না। তাদের দাবিকৃত ১২ দফা বাস্তবায়নে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন তারা।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT