ঢাকা (সকাল ৯:৩৩) রবিবার, ১১ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

১০টা-৪টা পর্যন্ত ঈদের আগের ৩ দিন ব্যাংকিং

ডেক্স রিপোর্ট ডেক্স রিপোর্ট Clock বুধবার রাত ০১:০০, ১৪ জুলাই, ২০২১

মহামারি করোনাভাইরাসের উর্ধ্বমূখী সংক্রমণের মধ্যে ঈদের আগে তিন দিন ১৫, ১৮ ও ১৯ জুলাই স্বাভাবিক সময়সূচি অনুযায়ী ব্যাংক খোলা থাকবে।

মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত এক সার্কুলারের এ তথ্য জানানো হয়েছে।

সেখানে জানানো হয়েছে, ঈদের পর আগামী ২৩ জুলাই থেকে দেশজুড়ে আবারও কঠোর লকডাউন শুরুর পর সীমিত পরিসরে চলবে ব্যাংকিং কার্যক্রম। ২৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত সকাল ১০টা- দুপুর দেড়টা পর্যন্ত ব্যাংকে লেনদেন করা যাবে। লেনদেন পরবর্তী আনুষঙ্গিক কাজের জন্য সময় থাকবে বিকাল ৩টা পর্যন্ত।

ঈদের আগে তৈরি পোশাক শিল্পের সুবিধায় ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে অবস্থিত তফসিলি ব্যাংকের তৈরি পোশাক শিল্প সংশ্লিষ্ট শাখাগুলো ১৭ ও ২০ জুলাই খোলা থাকবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। ছুটির এই দুই দিনে শাখাগুলোতে লেনদেন হবে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT