ঢাকা (সকাল ১১:১৬) বুধবার, ১৪ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

১লা ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে না একুশে বইমেলা

‌ফিচার নিউজ ২৪৫১ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock রবিবার বিকেল ০৪:৫০, ১৬ জানুয়ারী, ২০২২

ঝুলে গেল এবারের অমর একুশে বইমেলা; যা আগামী ১ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়ার কথা ছিল। প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ায় তা সম্ভব হচ্ছে না বলে জানা গেছে। তবে এই মেলা কবে শুরু হবে বিষয়টি এখনও নিশ্চিত করতে পারেনি কেউ।

আগামী ১ ফেব্রুয়ারি থেকে দুই সপ্তাহের জন্য এই মেলা স্থগিত করেছে সরকার। আজ রোববার (১৬ জানুয়ারি) সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা ফয়সল হাসান বলেন, দুই সপ্তাহের জন্য বইমেলা স্থগিত করা হয়েছে। কবে থেকে এই মেলা শুরু করা হবে, সেই তারিখ পরে নির্ধারণ করা হবে।

সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, একুশে বইমেলা শুরুর বিষয়ে প্রধানমন্ত্রীর কাছে সারসংক্ষেপ পাঠানো হয়েছিল। সরকারপ্রধান তা অনুমোদন না দিয়ে ২ সপ্তাহের জন্য মেলা স্থগিতের নির্দেশনা দিয়েছেন। আমরা বিষয়টি সংশ্লিষ্টদের জানিয়ে দিয়েছি।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT