হোমনা বিএনপির আহ্বায়ক কমিটির বিরুদ্ধে প্রতিবাদ-বিক্ষোভ
হোসাইন মোহাম্মদ দিদার বৃহস্পতিবার সন্ধ্যা ০৬:১৮, ৩১ অক্টোবর, ২০২৪
সদ্য ঘোষিত হোমনা উপজেলা ও পৌর বিএনপির আহবায়ক কমিটিকে প্রত্যাখ্যান করে এর বিরুদ্ধে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করেছে উপজেলা, পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা।
বৃহস্পতিবার(৩১ অক্টোবর) উপজেলা সদরে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। হোমনা চৌরাস্তা মোড় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুণরায় চৌরাস্তা মোড়ে এসে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন— সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির আহবায়ক জহিরুল হক। আরও বক্তব্য দেন—সাবেক উপজেলা চেয়ারম্যান বিএনপি নেতা অ্যাড. আজিজুর রহমান মোল্লা, বিএনপি নেতা শাহআলম,আলমগীর সরকার, হানিফ মিয়া, আবু নাসের ওয়াহেদ সম্পদ, রাজ মিয়া,উপজেলা ছাত্রদল সভাপতি সাইজুদ্দিন শাজু প্রমুখ।
সভায় বক্তারা বলেন, ” মেয়াদোত্তীর্ণ জেলা কমিটি কর্তৃক অন্য কোনো কমিটিকে বিলুপ্ত ঘোষণা করাই অবৈধ।অতএব, উপজেলা এবং পৌর বিএনপির আগের আহবায়ক কমিটিই বহাল থাকবে। বক্তারা বিএনপির কেন্দ্রীয় নেতা কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূইয়া এবং কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে হোমনায় অবাঞ্ছিত ঘোষণা করেন।”
উল্লেখ্য, গত ২৫ অক্টোবর মোহাম্মদ মহিউদ্দিনকে সভাপতি এবং মোজাম্মেল হক মুকুলকে সদস্য সচিব করে ৫১ সদস্য বিশিষ্ট উপজেলা বিএনপির আহবায়ক কমিটি এবং মো.ছানাউল্লাহ সরকারকে আহবায়ক এবং মো. নজরুল ইসলামকে সদস্য সচিব করে ৪১ সদস্য বিশিষ্ট পৌর বিএনপির আহবায়ক কমিটির অনুমোদন দেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহবায়ক মো. আক্তারুজ্জামান সরকার ও সদস্য সচিব তারেক মুন্সি।