হাফ ভাড়ার দাবিতে শিক্ষার্থীদের স্মারকলিপি প্রদান
ডেক্স রিপোর্ট মঙ্গলবার রাত ০১:৪০, ৩০ নভেম্বর, ২০২১
নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা নয় দফা দাবি নিয়ে মন্ত্রণালয়ে স্মারকলিপি পেশ করেছেন।
একই সঙ্গে, শিক্ষার্থীদের জন্য গণপরিবহনে অর্ধেক ভাড়ার গেজেট জারি করতে ব্যর্থ হলে মঙ্গলবার (৩০ মঙ্গলবার) থেকে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) অফিস ঘেরাওয়েরও ঘোষণা দিয়েছেন তারা।
সোমবার বেলা সাড়ে ১২টায় রাজধানীর নীলক্ষেত মোড় থেকে মঙ্গলবারের কর্মসূচি ঘোষণা করেন তারা। পরে দুপুর ২টার দিকে স্মারকলিপি জমা দিতে শিক্ষা মন্ত্রণালয়ে যান তারা।
জানা গেছে, স্মারকলিপিটি রেল ও নৌপরিবহন মন্ত্রণালয়ে পাঠানো হবে। এ সময় শিক্ষার্থীদের মঙ্গলবার দুপুর ১২টার আগে মহাখালীতে জড়ো হওয়ার আহ্বান জানান তারা।
বিক্ষোভকারীরা জানান, একাধিক চাকরির পরীক্ষা থাকায় সোমবার রাজধানীর রাস্তা অবরোধ করেননি তারা।
গণপরিবহনে শিক্ষার্থীদের হাফ ভাড়ার বিষয়ে বাস মালিকদের সঙ্গে একাধিক বৈঠক করেছে বিআরটিএ। তবে এখনও কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি তারা। অন্যদিকে, বাস মালিকরা শিক্ষার্থীদের অর্ধেক ভাড়ার বিপরীতে এই খরচ বহন করতে তাদের ভর্তুকি দেওয়ার জন্য জোর দিচ্ছেন।