হজ্জের আনুষ্ঠানিকতা শুরু
ডেক্স রিপোর্ট রবিবার দুপুর ০৩:১৩, ১৮ জুলাই, ২০২১
সৌদি আরবের মক্কায় শুরু হয়েছে মুসলমানদের অন্যতম ধর্মীয় আচার পবিত্র হজ্জ। করোনাভাইরাস মহামারির কারণে গতবছরের মতো এবারও সীমিত পরিসরে কঠোর স্বাস্থ্যবিধি মেনে হজ্জে অংশ নিচ্ছেন মুসল্লিরা।
শনিবার (১৭ জুলাই) স্থানীয় সময় সন্ধ্যায় মক্কায় হাজির হওয়ার মাধ্যমে শুরু হয়েছে হজ্জের আনুষ্ঠানিকতা।
আগামী ১৯ জুলাই আরাফার দিন পালিত হবে পবিত্র হজ্জের মূল আনুষ্ঠানিকতা। পরদিন আল্লাহর সন্তুষ্টির উদ্দেশে পশু কুরবানি দেবেন হাজিরা।
গত বছরের মতো এবারও হজের সুযোগ পাচ্ছেন না অন্যান্য দেশের মানুষ। শুধুমাত্র সৌদি আরবে বসবাসরত দেশটির নাগরিক ও বিদেশি বাসিন্দাদের মধ্য থেকে ৬০ হাজার জনকে হজ্জ পালনের অনুমতি দেওয়া হয়েছে।