ঢাকা (বিকাল ৫:২৭) সোমবার, ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

সড়ক দুর্ঘটনায় নিহত এনজিও মাঠকর্মী

ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ Clock বৃহস্পতিবার বিকেল ০৪:০১, ১০ ডিসেম্বর, ২০২০

ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের গৌরীপুর উপজেলার কলতাপাড়া বাজারে পিকাপ ভ্যানের সঙ্গে মোটর সাইকেলের মুখোমুখী সংঘর্ষে বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) দেশবন্ধু এনজিও মাঠকর্মী রুবেল মিয়া (৩০) ঘটনাস্থলে মারা যান। তিনি গৌরীপুর উপজেলার রামগোপালপুর ইউনিয়নের ধুরুয়া গ্রামের মিয়া হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শী আবুল কাসেম ও আজিজুল হক জানান, ময়মনসিংহ নওমহলে অবস্থিত দেশবন্ধু এনজিও কর্মী রুবেল মিয়ার মোটর সাইকেলটি ঘনকুয়াশার জন্য পিকাপ ভ্যান দেখতে পায়নি। সন্নিকটে যাওয়ার পর ব্র্যাকচেপে মহাসড়কে উল্টে পড়ে যায়। এ সময় বিপরীত দিক থেকে আসা আসবাবপত্রবাহী পিকাপ ভ্যান ঢাকা মেট্টো ন-১৬-১১২১ মোটর সাইকেল আরোহীকে চাপা দিলে ঘটনাস্থলেই রুবেল মিয়া মারা যান। জনতা পিকাপ ভ্যানটিকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণ ও লাশ উদ্ধারের জন্য গৌরীপুর থানার সাব ইন্সপেক্টর মাইনুল রেজা ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার ও মোটর সাইকেল এবং পিকাপ ভ্যানটি জব্দ করেছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT