ঢাকা (ভোর ৫:২১) বুধবার, ২৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

স্মার্টফোনের ব্যাটারি ভালো রাখবেন যেভাবে

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock মঙ্গলবার বিকেল ০৫:৫৭, ১৩ সেপ্টেম্বর, ২০২২

কথা বলার পাশাপাশি ই–মেইল, সামাজিক যোগাযোগের সাইট, গেম খেলা, ছবি তোলাসহ নানা কাজে ব্যবহৃত হচ্ছে স্মার্টফোন। তবে অনেকেরই অভিযোগ, আগের তুলনায় স্মার্টফোনের ব্যাটারির চার্জ দ্রুত শেষ হয়ে যাচ্ছে। চার্জ শেষ হলেই যে ব্যাটারি খারাপ, তা কিন্তু নয়। বিভিন্ন কারণেই ব্যাটারির চার্জ দ্রুত কমে যেতে পারে।

স্মার্টফোনের ব্যাটারির কার্যকারিতা কমে যাওয়ার লক্ষণ

• পুরো চার্জ করার পরও দ্রুত ব্যাটারি শেষ হয়ে যায়।
• চার্জ করার সময় ঠিকমতো চার্জ না হওয়া।
• ব্যাটারি অতিরিক্ত গরম হয়ে যায়।
• স্মার্টফোন হঠাৎ করে বন্ধ হয়ে পুনরায় চালু হয়।
• চার্জার যুক্ত করলেও স্মার্টফোন চার্জ না হওয়া।

স্মার্টফোনের ব্যাটারির ক্ষমতা বাড়াতে

• স্মার্টফোনের ব্যাটারির চার্জ কখনোই পুরোপুরি শেষ করা ঠিক নয়। ব্যাটারির চার্জ কমে গেলেই চার্জ করতে হবে।
• প্রয়োজন ছাড়া স্মার্টফোনের লোকেশন সেবা বন্ধ রাখতে হবে।
• স্মার্টফোনে থাকা সব অ্যাপের হালনাগাদ সংস্করণ ব্যবহার করতে হবে।
• থ্রিডি (ত্রিমাত্রিক) বা উজ্জ্বল ওয়ালপেপার ব্যবহার থেকে বিরত থাকতে হবে।
• স্মার্টফোনের পর্দার উজ্জ্বলতা কমিয়ে রাখতে হবে।
• একসঙ্গে একাধিক অ্যাপ ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে।

ব্যাটারি কত দিন ভালো থাকে

বিভিন্ন প্রতিষ্ঠানের তৈরি স্মার্টফোনে ভিন্ন ভিন্ন ক্ষমতার ব্যাটারি ব্যবহার করা হয়। ব্যবহারের ধরন ও কাজের ওপর নির্ভর করে মূলত ব্যাটারির চার্জ শেষ হয়। তবে স্মার্টফোনে থাকা লিথিয়াম আয়ন ব্যাটারি সাধারণত দুই থেকে তিন বছর পর্যন্ত ভালো থাকে। এরপর ধীরে ধীরে ব্যাটারির ক্ষমতা কমতে থাকে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT