স্বপ্নীল
নিজস্ব প্রতিনিধি
বৃহস্পতিবার রাত ০১:৫৭, ১১ মার্চ, ২০২১
রঙিন
মোঃ বুলবুল হোসনে
ভাঙ্গা ঘরে স্বপ্ন দেখি
কতো রঙিন ছবি,
বাড়ি গাড়ি টাকা পয়সা
ঘুমের ঘোরে দাবি।
আকাশ বুকে ঘুরে বেড়াই
সঙ্গে কতো পরী,
তাদের সাথে গল্প করে
স্বপ্ন রঙ্গিন করি।
ঘুম ভাঙলে চেয়ে দেখি
ভাঙা আমার ঘর,
স্বপ্নের মাঝে ডুবে থাকি
একদিন হবো পর।


