ঢাকা (সন্ধ্যা ৭:১৯) বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

স্ত্রী ও সন্তানদের নির্যাতনে বৃদ্ধার আত্মহত্যা, স্ত্রী-সন্তান গ্রেফতার

মৃত ইদ্রিস আলী

আরিফুল ইসলাম আরিফুল ইসলাম Clock বৃহস্পতিবার রাত ১০:৩২, ৪ জুন, ২০২০

ওবায়দুর রহমান, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের গৌরীপুর উপজেলার রামগোপালপুরে স্ত্রী ও সন্তানদের নির্যাতনে ইদ্রিস আলী (৬০) নামে এক বৃদ্ধা আত্মহত্যা করেছেন।

বুধবার (৩জুন) ওই বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। মৃত ইদ্রিস আলীর এক ছেলে মো. আজিজুল হক জানান, তার বাবা ইদ্রিস আলীকে তার মা সাফিয়া খাতুন (৫০), তার ভাই আলামিন (২৪) ও বোন বৃষ্টি আক্তার (১৮) শারীরিকভাবে প্রায়ই নির্যাতন করতো।

ওদের নির্যাতনের কারণে তার বাবা নিজে রান্না করে খেয়ে পৃথকভাবে জীবনযাপন করে আসছিল। রোববার (৩১মে) ও তার বাবার ওপর ওরা পুনরায় নির্যাতন চালায়।

এ কারণে মঙ্গলবার গভীর রাতে নিজ ঘরে আত্মহত্যা করে বৃদ্ধা ইদ্রিস আলী। এ ঘটনায় মো আজিজুল হক বাদী হয়ে তার মা, ভাই ও বোনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন।

গৌরীপুর থানার ওসি মো. বোরহান উদ্দিন খান জানান, আত্মহত্যার প্ররোচনার অভিযোগে ওই বৃদ্ধের স্ত্রী, অপর এক পুত্র ও কন্যাকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT