সৌদি আরবে নারী গৃহকর্মীদের নির্যাতনের প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ
নিজস্ব প্রতিনিধি শনিবার রাত ০৯:৪৪, ৯ নভেম্বর, ২০১৯
তারেক আল মুরশিদ,গাইবান্ধা প্রতিনিধিঃ সৌদি আরবসহ মধ্য প্রাচ্যের বিভিন্ন দেশে প্রবাসী নারী
গৃহকর্মীদের শারিরিক, মানসিক, যৌন নিযার্তন ও হত্যা বন্ধে কার্যকর উদ্যোগ গ্রহণের দাবিতে গাইবান্ধায়
বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে নারীমুক্তি কেন্দ্র।
শনিবার (৯ নভেম্বর) দুপুরে বিক্ষোভ মিছিলটি গাইবান্ধা শহরের রেলগেট সংলগ্ন বাসদ কাযার্লয় থেকে বের
হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে আসাদুজ্জামান স্কুলের সামনে গিয়ে সংক্ষিপ্ত একটি
মানববন্ধন করে তারা।
মানববন্ধনে নারীমুক্তি কেন্দ্রের নেতৃবৃন্দসহ বিদেশ ফেরত নির্যাতনের শিকার নারীরা অংশ নেয়। এ সময়
বক্তারা বলেন, সৌদি আরবে নারী গৃহকর্মীদের সকল নির্যাতন বন্ধসহ প্রবাসে থাকা সকল শ্রমিকদের
শতভাগ নিরাপত্তা নিশ্চিত করতে হবে।