ঢাকা (বিকাল ৩:১৩) রবিবার, ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


সেরা অনুসন্ধানী প্রতিবেদনে সিলেট বিভাগে ১ম হওয়ায় সাংবাদিক সালেহ আহমদকে ফুলের তোড়া দিয়ে বরণ

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock সোমবার রাত ১০:৪৩, ১৭ জানুয়ারী, ২০২২

সেরা অনুসন্ধানী প্রতিবেদনে সিলেট বিভাগের মধ্যে প্রথম স্থান অর্জন করায় সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় দৈনিক প্রথম আলো পত্রিকার ধর্মপাশা উপজেলা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক সালেহ আহমেদকে তোড়া দিয়ে বরণ করা হয়োছে।

আজ সোমবার ১৭জানুয়ারি সন্ধ্যা সাতটার দিকে ধর্মপাশা উপজেলা প্রেস ক্লাবের অস্থায়ী কার্যালয়ে সংগঠনটির পক্ষ থেকে এই ফুলের তোড়া দেওয়া হয়।

উল্লেখ্য গত (১৬ জানুয়ারি রোববার) বেলা ১১ টার দিকে সিলেটের বন্দরবাজারে হোটেল মেট্রো ইন্টারন্যাশনালে দি হাঙ্গার প্রজেক্ট কর্তৃক আয়োজিত অনুসন্ধানী সাংবাদিতায় সিলেট বিভাগীয় সেমিনারে সাংবাদিক সালেহ আহমদকে ক্রেস্ট ও প্রাইজমানি তুলে দেওয়া হয়।

ধর্মপাশা উপজেলা প্রেসক্লাবে ফুলের তোড়া দিয়ে সাংবাদিক সালেহ আহমদকে বরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ধর্মপাশা উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও সদর ইউনিয়নের নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান জুবায়ের পাশা হিমু,সহ সভাপতি গিয়াস উদ্দিন রানা, সাধারণ সম্পাদক এনামুল হক এনাম, সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ,দপ্তর সম্পাদক সোহান আহমেদ, সাংবাদিক মোবারক হোসাইন,উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক আব্দুল্লাহ আল সানি,ধর্মপাশা সরকারি কলেজ শাখা ছাত্রলীগ নেতা বাধন সরকার,আব্দুল্লাহ আল জায়েদ প্রিয়াম প্রমুখ।

পরে উপস্থিত সকলের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT