ঢাকা (সকাল ৬:৪৯) বুধবার, ২২শে মে, ২০২৪ ইং

সেতু স্থাপনের জায়গা পরিদর্শন করলেন সেতু বিভাগের সচিব



কক্সবাজারের – মহেশখালীর সেতু স্থাপনের জায়গা পরিদর্শনে মহেশখালী এসেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সেতু বিভাগের সচিব মোহাম্মদ বেলায়েত হোসেনসহ একটি দল।

৩ ফেব্রুয়ারি সকাল ১০টায় মহেশখালীর আদিনাথ জেটি ঘাট, পুরাতন জেটি ঘাট ও গোরকঘাটা চরপাড়ার সী-বীচ এলাকাগুলো সরজমিনে গিয়ে পরিদর্শন করেন তারা।

এ সময় সচিব মোহাম্মদ বেলায়েত হোসেন জানান, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় মহেশখালীর সাথে কক্সবাজার সদরের সংযোগ সেতু স্থাপনের জায়গা নির্ণয় করার নির্দেশনার পরিপ্রেক্ষিতে সম্ভাব্যতা যাচাইয়ের কার্যক্রম গ্রহণ করতে এসেছি আমরা।দ্রুত সময়ের মধ্যে সেতু মন্ত্রণালয়ের একটি টেকনিক্যাল টিম সেতু স্থাপনের সম্ভাব্যতা যাচাই করবেন। এবং দীর্ঘ ৩ কিলোমিটারের দৈর্ঘ্য এ সেতুটি নির্মানে সরকারের বিশাল পরিকল্পনা গ্রহণ করার প্রয়োজন আছে। এছাড়াও স্থানীয় মানুষের চাহিদা ও সরকারের দীর্ঘ মেয়াদি উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে কক্সবাজারের সাথে মহেশখালীর সংযোগ সেতু স্থাপন করার পরিকল্পনা সরকারের রয়েছে।

মহেশখালীতে আগত সেতু মন্ত্রণালয়ের পরিদর্শন টিমের সাথে উপস্থিত ছিলেন মহেশখালী কুতুবদিয়ার সংসদ সদস্য আলহাজ্ব আশেক উল্লাহ রফিক এমপি, পরিচালক ও লাইলিং ডেভলপমেন্ট ড. মোঃ মনিরুজ্জামানা, সেতু মন্ত্রণালয়ের প্রধান প্রকৌশলী কাজী মোহাম্মদ ফেরদাউস, সেতু মন্ত্রণালয়ের উপ-সচিব রাহিমা আক্তার, তত্ববধায়ক প্রকৌশলী মোঃ আবুল হোসেন, মোহাম্মদ তোফাজ্জল হোসেন, মোঃ ওয়াহিদুজ্জামান (চঃদা) এস.এম মাজাহারুল ইসলাম সচিবের একান্ত সচিব, মহেশখালী উপজেলা নির্বহী অফিসার মোঃ মাহফুজুর রহমান, মহেশখালী পৌর মেয়র আলহাজ্ব মকছুদ মিয়া, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মুহাম্মদ ইসহাক, মহেশখালী উপজেলা প্রকৌশলী সবুজ কুমার দে সহ স্থানীয় বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর




© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT