ঢাকা (রাত ১১:৩৫) রবিবার, ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

পুলিশের গাড়ি লক্ষ্য করে গুলি : ডাকাত দলের সর্দার অস্ত্রসহ গ্রেপ্তার

শফিউল আলম, কক্সবাজার শফিউল আলম, কক্সবাজার Clock শুক্রবার সকাল ১১:৪২, ১৭ মে, ২০২৪

মহেশখালী উপজেলার মাতারবাড়ি চালিয়াতলী সড়কে রাতে ডাকাতি করতে গিয়ে পুলিশের গাড়িকে লক্ষ্য করে গুলি করেন ডাকাত দলের সর্দার নজরুল ইসলাম প্রকাশ টাওয়ার।

 

মহেশখালী থানা পুলিশ ডাকাত দলের সর্দার নজরুল ইসলাম প্রকাশ টাওয়ার অস্ত্রসহ গ্রেপ্তার করেছে। এসময় তার কাছে থাকা ১টি দেশীয় এলজি বন্দুক ও ১ রাউন্ড লোড করা কার্তুজ উদ্ধার করা হয়।

 

মহেশখালী থানা পুলিশ ব্রিফিং জানান, গত ১৪ মে মাতারবাড়ি-চালিয়াতলী সড়কে ডাকাতি করার সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশের গাড়ি লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায় অস্ত্রধারী ডাকাতদল। এতে ডাকাতের গুলিতে গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে পুলিশ সদস্য মনির আহমদ।

 

(১৬ মে) বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে মহেশখালী উপজেলার কালারমার ছড়ার মহেশখালী থানার এসআই ইমরানের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে ইউনুছখালী নাছির উদ্দিন উচ্চ বিদ্যালয় সংলগ্ন মাঠের দক্ষিণ পূর্ব পাশ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আটক নজরুল পুলিশের গাড়িতে গুলি করার কথা স্বীকার করেন এবং এ ঘটনায় আরও জড়িতদের নাম প্রকাশ করেন।

 

মহেশখালী থানার ওসি (তদন্ত) তাজ উদ্দীন জানান, মাতারবাড়ি সড়কে ডাকাতি ও পুলিশের গাড়িতে গুলি করার ঘটনায় অভিযান চালিয়ে অস্ত্রসহ নজরুল নামে একজনকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যসহ জড়িতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলার প্রস্তুতি চলছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT