‘সৃষ্টি সাহিত্য-সাংস্কৃতিক ও সমাজকল্যাণ’ সংগঠনের নতুন কমিটি ঘোষণা
হোসাইন মোহাম্মদ দিদার মঙ্গলবার দুপুর ০৩:৫৬, ১৭ অক্টোবর, ২০২৩
দাউদকান্দির গৌরীপুরের ঐতিহ্যবাহী সংগঠন সৃষ্টি সাহিত্য-সাংস্কৃতিক ও সমাজকল্যাণ সংগঠনের ২০২৩-২০২৫ সালের দুই বছর মেয়াদি নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
সোমবার রাতে গৌরীপুর বাজারে একটি রেস্টুরেন্টে আনুষ্ঠানিকভাবে ২৯ সদস্য বিশিষ্ট এই কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে মো. শাহ-আলম সরকার সভাপতি এবং সাংবাদিক আলমগীর হোসেনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। একই সাথে ১৪ সদস্য বিশিষ্ট উপদেষ্টা মন্ডলীর নাম ঘোষণা করেন উপদেষ্টা ডা. মো.মোজাম্মেল হক।
সৃষ্টি’র প্রতিষ্ঠাতা ও কবি, কলামিস্ট মো. আলী আশরাফ খানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদ্য বিদায় সভাপতি মো. সফিকুল ইসলাম। এতে প্রধান অতিথি ছিলেন উপদেষ্টা আলহাজ্ব মো.কামাল উদ্দিন।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন—সিনিয়র সহ-সভাপতি
মো. দ্বীন ইসলাম রাজু, সহ-সভাপতি মো. সাইফুল ইসলাম স্বপন, সহ-সভাপতি এখলাছুর রহমান মুন্সী, সহ-সভাপতি মো. মহসিন আহমেদ, সহ-সভাপতি মো. শফিউল বাসার সুমন, সহ-সভাপতি কৃষিবিদ মো. কবির উদ্দিন, সহ-সভাপতি
নূর মোহাম্মদ শাহজালাল, সহ-সভাপতি আব্দুর রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম সরকার রাসেল, সহ-সাধারণ সম্পাদক মো. রিয়াজ উদ্দিন সোহেল, সাংগঠনিক সম্পাদক মো. আবুল হাসান ফারুক, সহ-সাংগঠনিক সম্পাদক মো. মনির হোসেন, অর্থ সম্পাদক মো. তৈয়ব আলী, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো. সাইফুল ইসলাম, সহ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আবদুল করিম, দপ্তর সম্পাদক মো. আলী আহমাদ, মহিলা বিষয়ক সম্পাদক জান্নাতুন নূর তানিয়া, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মো. রুবেল হোসেন (মেম্বার), ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. আবু তাহের নয়ন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. কাউসার খান, সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. সাদিয়া ইসলাম ঐশী, শিক্ষা বিষয়ক সম্পাদক হামিদা শারমিন, আইটি বিষয়ক সম্পাদক মো. সাদেকুর রহমান, আইন বিষয়ক সম্পাদক মো. জসিম উদ্দিন জয়, ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ মো. বিল্লাল হোসেন, কার্যকরী সদস্য মো. শামীম আহমেদ ও মো. মাসুদ রানা মিরাজ।
কমিটির উপদেষ্টারা হলেন—মো. আলী আশরাফ খান, মো. শাহ-আলম, আলহাজ্ব মো. কামাল উদ্দিন, মো. ওয়াহিদুজ্জামান, মো. মনিরুল ইসলাম, মো. মনির হোসেন মাষ্টার, এ. বি. এম গোলাম মোস্তফা, মো. তাফাজ্জল হোসেন, ডা.মো. মোজাম্মেল হক, মো: সফিকুল ইসলাম, মো. আলী আজম, ইঞ্জিনিয়ার মোঃ খবির উদ্দিন, ইঞ্জিনিয়ার শওকত আহমেদ ও মো. ছবির আহমেদ।
অনুষ্ঠানে নবগঠিত কমিটিকে বরণ এবং সদ্য বিদায়ী কমিটিকে সংবর্ধনা প্রদান করা হয়। এছাড়াও সাংগঠনিক কর্মকান্ডের স্বীকৃতি স্বরূপ সম্মাননা ক্রেস্ট প্রধান করা হয়।