সুড়িকান্দি জামেয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন
মোঃইবাদুর রহমান জাকির মঙ্গলবার রাত ০৯:১৮, ২৬ এপ্রিল, ২০২২
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দ্বীনি বিদ্যাপীঠ সুড়িকান্দি জামিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার আয়োজনে (২৫ এপ্রিল) রামাদ্বান জামেয়ার ক্যাম্পাসে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে আলোচনা ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মোঃ জাকির হোসাইন সেলিমের সঞ্চালনায়, সভাপতিত্ব করেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আব্দুর রহমান। অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা রাখেন মাদ্রাসার সুপার মাওলানা মুস্তাক আহমদ। এতে প্রধান অতিথি হিসেবে আলোচনা পেশ করেন বড়লেখা ডাকবাংলা মসজিদের খতিব ও মোহাম্মদিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার আরবী প্রভাষক মাওলানা আব্দুল্লাহ খান।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেছেন, শিক্ষাই আলো। সুশিক্ষাই জাতির মেরুদণ্ড। সুশিক্ষিত জাতি আগামীর ভবিষ্যৎ মাদরাসা শিক্ষায় শিক্ষিত লোকেরা তাহজিব-তমদ্দুন, কৃষ্টি-সভ্যতা, দীন-ঈমান, ইজ্জত-আবরু ইত্যাদি সংরক্ষণে ঐতিহাসিক ভূমিকা পালন করেন। মাদরাসা শিক্ষায় শিক্ষিত লোকদের অনৈতিক কাজে যেমন চুরি, ডাকাতি, হত্যা, ব্যভিচার, সুদ, ঘুষ, দুর্নীতি, মাদক ইত্যাদির সাথে সংশ্লিষ্টতা উল্লেখ করার মতো নজির তেমন পাওয়া যায় না। মাদরাসায় শিক্ষা গ্রহণ করে শিক্ষার্থীরা সরকারি-বেসরকারি বিভিন্ন চাকরি করার পাশাপাশি মসজিদে জুমার খুতবা, ওয়াজ মাহফিল, সভা-সেমিনার ও ব্যক্তিগতভাবে মানুষকে কুরআন-সুন্নাহর আলোকে সৎভাবে জীবনযাপন করার উপদেশ দেন। আসুন আমরা আমাদের বাচ্চাদেরকে মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত করি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ২নং দাসের বাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ কমর উদ্দিন, গ্রামতলা জামিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা ইসলাম উদ্দিন, মুহিবুর রহমান, সাবেক ছাত্রনেতা আহমদ ফারক, রহিম উদ্দিন নজরুল, মাসুক আহমদ, বাবুল আহমদ, আহমদ আব্দুল ওয়াদুদ, বাহার উদ্দিন প্রমুখ।
বিশেষ অতিথিরা তাদের বক্তব্যে বলেছেন, আমরা দীনি শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করেছি কিন্তু বর্তমানে প্রতিষ্ঠানের ভিন্ন সমস্যা বিরাজমান রয়েছে। মাদ্রাসার দালান নাই, ছাত্র-ছাত্রীর বসার ড্রেক্স বেঞ্চ নাই ,টিনের চালায় রৌদ্রের সময় প্রচন্ড রৌদ্র লাগে, বর্ষায় প্রচুর বৃষ্টিতে ভিজে বাচ্চারা। এর পরও মাদ্রাসার বার্ষিক ফলাফল ভালো পড়ালেখার মান ভালো, দেশ ও প্রবাসে যারা আছেন মাদ্রাসার প্রতি আপনাদের সুদৃষ্টি কামনা করি।
এছাড়াও উপস্থিত ছিলেন, সাবেক ইউপি সদস্য সালেহ আহমেদ, বিশিষ্ট সমাজ সেবক আজিজুর রহমান বলন, আলা উদ্দিন,মাদ্রাসার অভিভাবক সদস্য নুরুল ইসলাম, বদরুল ইসলাম বদই, নজরুল ইসলাম ছানু, শিক্ষক মাওলানা ইসলাম উদ্দিন,মাওলানা আব্দুস সবুর প্রমূখ।
ইফতার পূর্ববর্তী আলোচনা সভা শেষে বিশ্বের ভিন্নদেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশী ও দেশ জাতীর কল্যাণ কামনা ও মাদ্রাসার সার্বিক মঙ্গল কামনা করে মুনাজাত পরিচালনা করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি মাওলানা আব্দুল্লাহ খান।