ঢাকা (বিকাল ৪:৩৩) শনিবার, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

সুষ্ঠু নির্বাচনের পক্ষে আমরা জিরো টলারেন্সঃ এএসপি মো.জুয়েল রানা 

এইচএম দিদার,দাউদকান্দি,কুমিল্লা  এইচএম দিদার,দাউদকান্দি,কুমিল্লা  Clock শুক্রবার রাত ০৯:১৮, ১৯ নভেম্বর, ২০২১

(দাউদকান্দি -চান্দিনা) সার্কেল এর সিনিয়র সহকারী পুলিশ সুপার আরও বলেন, নির্বাচনে পরিবেশ নিরাপদ রাখার জন্য আমাদের আইনশৃঙ্খলা বাহিনী সজাগ ও সচেতন আছে। কেউ যদি এর বিঘ্ন ঘটায় তাহলে তাকে ছাড় দেওয়া হবে না।

জনগণের নিরাপদ ভোট প্রদানে বাধাদান কারীকে বিন্দু মাত্র ছাড় দেওয়া হবে না।”

তিনি ভোটারদের উদ্দেশ্যে আরও বলেন, আপনারা নির্ভয়ে ভোট কেন্দ্রে যাবেন। পছন্দের প্রার্থীকে ভোট দিবেন।

কেউ যদি আপনাদেরকে বাধা দেয় তাহলে তার পরিণতি ভয়ানক হবে।”

শুক্রবার বিকালে দাউদকান্দি উপজেলার ১ নং সদর উত্তর ইউনিয়ন এর বটতলী হাসনাবাদ গ্রামে নির্বাচন বিষয়ক আইনশৃঙ্খলা বাহিনীর সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আব্দুস সালাম এর সভাপতিত্ব্যে বিশেষ অতিথির বক্তব্য দেন মডেল থানা অফিসার -ইন-চার্জ মো.নজরুল ইসলাম।

এসময় আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন এর ৪ নং বিট অফিসার এসআই নাজমুল হুসেন, ডিবি পুলিশের উপ-পরিদর্শক বোরহান উদ্দীন এএসআই আনোয়ার হোসেন, নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী কামরুজ্জামান শাহীন, আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী হাজি মোহাম্মদ আল-আমিন, ইউপি সদস্য প্রার্থীরাসহ বিভিন্ন এলাকার সাধারণ ভোটাররা।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT