ঢাকা (রাত ৮:৩৬) শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ ইং
শিরোনাম

সিলেটের এম এ হক আই সি ইউতে ভর্তি



মোঃ ইবাদুর রহমান জাকির, সিলেট প্রতিনিধি: করোনাভাইরাসের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সিলেট মহানগর বিএনপির সাবেক সভাপতি এম এ হকের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেয়া হয়েছে। বৃহস্পতিবার (০২ জুলাই) দুপুরে সিলেটের নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালের করোনা আইসোলেশন সেন্টারের সমন্বয়ক ডা. নাজমুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। ডা. নাজমুল ইসলাম বলেন, বুধবার (০১ জুলাই) রাতে এমএ হকের শারীরিক অবস্থার কিছুটা অবনতি হলে আইসিইউতে নেয়া হয়। মঙ্গলবার (৩০ জুন) বিকেলে করোনার উপসর্গ নিয়ে নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন তিনি। তবে তিনি করোনায় আক্রান্ত কি-না তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। সিলেট মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী বলেন, এম এ হককে বুধবার রাতে থেকে আইসিইউতে রেখেছেন চিকিৎসকরা। তাকে প্রতি মিনিটে ১০ লিটার অক্সিজেন সাপোর্ট দেয়া হচ্ছে। তিনি বলেন, বয়সের কারণে শারীরিক নানা সমস্যা রয়েছেন হক। তাই বিশেষজ্ঞ চিকিৎসকরা তাকে ঢাকায় নেয়ার পরামর্শ দিয়েছেন। এম এ হকের পরিবারের সদস্যরা বিষয়টি নিয়ে চিন্তা-ভাবনা করছেন।

শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর




© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT