ঢাকা (দুপুর ১:৩৩) সোমবার, ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার চান সৌদি পররাষ্ট্রমন্ত্রী

Saudi Foreign Minister Prince Faisal bin Farhan
সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান

মেঘনা নিউজ ডেস্ক মেঘনা নিউজ ডেস্ক Clock সোমবার সকাল ১১:৩৭, ১৩ জানুয়ারী, ২০২৫

সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান রোববার সিরিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি তুলে বলেছেন, এ নিষেধাজ্ঞা বহাল রাখলে দেশটির উন্নয়ন বাধাগ্রস্ত হতে পারে।

প্রিন্স ফয়সাল বলেন, সিরিয়ার বিরুদ্ধে একতরফা ও আন্তর্জাতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করা উচিত, কারণ তা বহাল রাখলে ভ্রাতৃপ্রতিম সিরীয় জনগণের উন্নয়ন অর্জনের উচ্চাকাঙ্ক্ষা ব্যাহত হবে।

সিরিয়া ইস্যুতে রিয়াদের বৈঠক শেষ হওয়ার পর দেওয়া এক বিবৃতিতে শীর্ষ কূটনীতিক এ মন্তব্য করেন।

আল-আসাদের পতনের পর সিরিয়ার পরিস্থিতি মোকাবেলায় আরব, ইউরোপীয় ও আন্তর্জাতিক কূটনীতিকদের আমন্ত্রণ জানিয়েছে সৌদি রাজধানী। ১৩ বছরের গৃহযুদ্ধের পর গত মাসে এক অভিযানে আল-আসাদকে ক্ষমতাচ্যুত করা হয়।

সিরিয়ার নতুন প্রশাসন দামেস্কে আন্তর্জাতিক তহবিল প্রবাহে সহায়তা করার জন্য পশ্চিমের নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে।

প্রিন্স ফয়সাল আরও উল্লেখ করেছেন যে, রিয়াদের বৈঠকে অংশগ্রহণকারীরা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো সংরক্ষণ, সিরিয়ার বিভিন্ন পক্ষের মধ্যে সংলাপ শুরু করা এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের প্রতিশ্রুতিসহ নতুন নেতৃত্বের গৃহীত ‘ইতিবাচক’ পদক্ষেপকে স্বাগত জানিয়েছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT