সান্তাহারে মাদকদ্রব্য বিভাগের পণ্যাগারে প্রাচীর অবৈধ নির্মাণের প্রতিবাদে মানববন্ধন
মেঘনা নিউজ ডেস্ক রবিবার বিকেল ০৪:৪৫, ২১ জুন, ২০২০
মিরু হাসান বাপ্পী, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘির সান্তাহার পৌরসভা অনুমতি ছাড়া মাদকদ্রব্য বিভাগের সীমানা প্রাচীর গণপূর্ত বগুড়া কর্তৃক অবৈধ নির্মাণের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন। রোববার বেলা ১২ টায় সান্তাহার মাদকদ্রব্য পণ্যাগারের সামনে জনস্বার্থে এলাকাবাসীর উদ্যোগে ঘন্টা ব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
উক্ত মানববন্ধনে জন সাধারনের পক্ষে সামানউল্লার নেতৃত্বে বক্তব্য রাখেন সান্তাহার পৌরসভার প্যানেল মেয়র জার্জিস আলম রতন, পৌর আওয়ামীলীগের সভাপতি আবুল কাশেম, ৭নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল কুদ্দুস, কাউন্সিলর শাকিল হোসেন, সাইফুল ইসলাম খোকন, ওয়াহেদুল ইসলাম, সংরক্ষিত মহিলা কাউন্সিলর মাহাবুবা জামান রত্না, জাহানারা বেগম। এলাকাবাসীর মধ্যে বক্তব্য রাখেন জিয়াদুল হক জিয়া, আশরাফুল ইসলাম, ময়নুল আহসান, সোহেল রানা প্রমুখ।
বক্তরা বলেন, অবিলম্বে মাদকদ্রব্য পণ্যাগারে অবৈধ ভাবে প্রাচীর নির্মাণ কাজ বন্ধ করাসহ পৌরসভা আইনে ১৯৭৭ এর ৯৮ (১) ধারা অনুযায়ী পৌর এলাকায় গৃহ নির্মাণের জন্য গণপূর্ত অধিদপ্তরসহ অন্যান্য সরকারি প্রতিষ্ঠান যে ভাবে পৌরসভার কাছ থেকে অনুমোদন নিয়ে কাজ করেন। ঠিক সেই নিয়ম মেনে পৌর অনুমোদন নিয়ে মাদকদ্রব্য পণ্যাগারে প্রাচীন নির্মাণ করার দাবী জানায়।