ঢাকা (রাত ১১:৪৬) মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


সান্তাহারে ট্রেন যাত্রীর শপিং ব্যাগে মিলল ফেনসিডিল

মোঃ কামরুজ্জামান মোঃ কামরুজ্জামান Clock সোমবার রাত ০৯:৪৬, ১০ আগস্ট, ২০২০

মিরু হাসান বাপ্পী, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:  আতিক হোসেন (৩৫) নামের কুড়িগ্রাম এক্সপ্রেস আন্তঃনগর ট্রেনের এক যাত্রীর শপিং ব্যাগ তল্লাশি চালিয়ে ১০ বোতল ফেনসিডিলসহ তাকে গ্রেপ্তার করেছে বগুড়ার আদমদীঘির সান্তাহার রেলওয়ে থানা পুলিশ। গ্রেপ্তারকৃত আতিক জয়পুরহাটের শান্তিনগর রেল কলোনীর কলেজ রোড এলাকার নজরুল ইসলামের ছেলে। রবিবার সন্ধ্যায় তার বিরুদ্ধে সান্তাহার জিআরপি থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়। সান্তাহার রেলওয়ে থানার ওসি মনজের আলী জানান, গোপন খবরের ভিত্তিতে রবিবার কুড়িগ্রাম থেকে ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস আন্তঃনগর ট্রেনে অভিযান চালানো হয় এসময় ট্রেনটি সান্তাহার রেলওয়ে থানাধীন আক্কেলপুর স্টেশন অতিক্রম করার সময় ওই যাত্রীর কাছে থাকা শপিং ব্যাগ তল্লাশি করে ১০ বোতল ফেনসিডিলসহ তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে রেলওয়ে থানায় একটি মাদক আইনে মামলা দায়েরের পর জেল হাজতে পাঠানো হয়েছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT