ঢাকা (রাত ৪:২২) বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

সান্তাহারে গ্রাহকের ৫ কোটি টাকা নিয়ে লাপাত্তা মেঘনা সমিতির পরিচালক

মোঃআতিকুর হাসান,আদমদিঘী,বগুড়া মোঃআতিকুর হাসান,আদমদিঘী,বগুড়া Clock শুক্রবার রাত ১০:৪৫, ১২ মার্চ, ২০২১

বগুড়ার আদমদীঘির সান্তাহারে মেঘনা সঞ্চয় ও ঋনদান সমবায় সমিতি লিমিটেডের নির্বাহি পরিচালক বায়োজিদ হোসেন বিটলুর বিরুদ্ধে গ্রাহকদের জামানতের ৫ কোটি টাকা নিয়ে পরিবারসহ পালিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার বিকেলে ওই সমিতিতে প্রায় ১১৮জন জামানতকারিরা উপজেলা চত্বরে মানববন্ধন কর্মসুচী পালন শেষে উপজেলা সমবায় কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন।

উপজেলার সান্তাহার মেঘনা সঞ্চয় ও ঋনদান সমবায় সমিতি লিমিটেডে জামানতকারি আরিফ, জাহাঙ্গীর আলম, পেয়ারা, হাজেরাসহ আরো বেশ কয়েকজন জানান, গত ১০ বছর আগে ওই সমবায় সমিতি কার্যক্রম শুরু করে। সেখানে অনেকেই ঋণ গ্রহণ করে পরিশোধ করে থাকেন। সমিতির নির্বাহি পরিচালক বায়েজিদ হোসেন অধিক মুনাফা দেয়ার প্রলোভন দেখিয়ে ১১৮জন জামানতকারিদের কাছে থেকে প্রায় ৫ কোটি টাকা জামানত গ্রহণ করেন। সম্প্রতি জামানতের মেয়াদ শেষ হওয়ায় অনেকেই টাকা ফেরত নিতে আসেন। নির্বাহি পরিচালক বায়েজিদ হোসেন টাকা দেয়ার কথা বলে কালক্ষেপণ করেন। তাকে টাকার জন্য চাপ দেয়া হলে গত ২৬ ফেব্রুয়ারি তার পরিবারসহ তিনি বাসা থেকে পালিয়ে যান।

এ ব্যাপারে নির্বাহি পরিচালক বায়েজিদ হোসেনের মোবাইল ফোনে যোগাযোগ করে তার ফোন বন্ধ পাওয়া যায়। এ বিষয়ে উপজেলা সমবায় অফিসার আব্দুস ছালাম সাংবাদিকদের জানান, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

 

 




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT