ঢাকা (সকাল ৮:৫১) রবিবার, ২৯শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম

Join Bangladesh Navy


সাঘাটায় শিশু নিরবের মৃত্যুতে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত

আসাদ খন্দকার,সাঘাটা,গাইবান্ধা আসাদ খন্দকার,সাঘাটা,গাইবান্ধা Clock বৃহস্পতিবার রাত ১১:৩১, ১৯ মে, ২০২২

গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়ায় বৃহস্পতিবার উপজেলা পরিষদ চত্তরে এলাকাবাসির আয়োজনে শিশু নিরবের অকাল মৃত্যুতে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

এসময় উপজেলার কালপানি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেনীর শিক্ষার্থী বিদ্যুৎপৃষ্ট হয়ে অকাল মৃত্যু হওয়ায়, স্কুলের সহপাঠি ও এলাকার লোকজন এ মানববন্ধনে অংশগ্রহন করে।

বিক্ষোভ শেষে মানববন্ধনে অংশগ্রহনকারী এলাকাবাসির পক্ষে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, আব্দুল খালেক, আব্দুর রাজ্জাক, নিহত নিরবের পিতা জহুরুল ইসলাম প্রমুখ।

উল্লেখ্য ১৪ মে সহপাঠিদের সাথে খেলার সময় কালপানি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেনীর শিক্ষার্থী শিশু নিরব স্কুলের বারান্দায় বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা যায়। এ ঘটনার ৫ দিন অতিবাহিত হলেও কোন অগ্রগতি না থাকায় এলাকাবাসি মানববন্ধন করেন।

নিহত শিশু নিরবের বাবা জহুরুল ইসলাম বলেন, উক্ত বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীর অবহেলার কারণে আমার শিশু পুত্র অকালে মৃত্যু বরণ করেন। সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মচারী যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT