সাঘাটায় বন্যা পূর্বাভাস ভিত্তিক পূর্ব প্রস্তুতি মূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত
আসাদ খন্দকার,সাঘাটা,গাইবান্ধা সোমবার সন্ধ্যা ০৬:২১, ৩১ মে, ২০২১
গাইবান্ধার সাঘাটা উপজেলা পরিষদ মিলনায়তনে গতকাল সোমবার বাংলাদেশ বন্যার পূর্বাভাস ভিত্তিক পূর্ব প্রস্তুতি মূলক (সুফল) প্রকল্প, দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির বন্যা পূর্বাভাস ভিত্তিক পূর্ব প্রস্তুতি মূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
উক্ত প্রশিক্ষণ জেলা ও উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটি’র আয়োজনে ইকো এর অর্থায়নে, কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইড এর সহযোগীতায় ও এ্যাসোড এর বাস্তবায়নে অনুষ্ঠিত হয়েছে।
উক্ত প্রশিক্ষণে সাঘাটা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম বিপ্লব, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সাদেকুজ্জামান, উপজেলা মৎস্য অফিসার এমদাদ হোসেন, উপজেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সহকারী প্রোগ্রামার কামরুজ্জামান, একাডেমিক সুপারভাইজার সিদ্দিকুর রহমান, ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ইউপি চেয়ারম্যান সামছুল আজাদ শীতল, প্রজেক্ট ম্যানেজার প্রদীপ কুমার সাহা, প্রজেক্ট অফিসার আনোয়ারুল ইসলাম, মৌসুমি রায় মিতা, সাবাহ শবনম, এএফও মোস্তফা আল ফারুক প্রমুখ অংশগ্রহণ করেন।