ঢাকা (সকাল ৬:০৯) বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

সাঘাটায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত

আসাদ খন্দকার, সাঘাটা, গাইবান্ধা আসাদ খন্দকার, সাঘাটা, গাইবান্ধা Clock শনিবার রাত ১০:১২, ১৫ আগস্ট, ২০২০

গাইবান্ধার সাঘাটা উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল শনিবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিকী ও ১৫ই আগষ্ট জাতীয় শোক দিবস বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে পালন করা হয়েছে। কর্মসূচীর মধ্যে জাতীয় পতাকা উত্তোলন, কালো ব্যাচ ধারণ, র‌্যালী, পুষ্পমাল্য অর্পন, আলোচনা সভা, চেক বিতরণ, প্রতিযোগীতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ, কাঙ্গালী ভোজের আয়োজন করা হয়।

এ উপলক্ষে সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার মহিউদ্দিন জাহাঙ্গীরের সভাপতিত্বে উপজেলা পরিষদ চত্বরে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবির।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ তুহিন হোসেন, সাঘাটা থানা অফিসার ইনচার্জ বেলাল হোসেন, যুদ্ধকালীন কমান্ডার সামছুল আলম, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক নাছিরুল আলম স্বপন, আফজাল
হোসেন প্রমুখ। আলোচনা শেষে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ১শ’ ৩০
জন প্রশিক্ষিত যুব ও যুবনারীদের মাঝে ৪০ লক্ষ ৫০ হাজার টাকা ঋণের চেক বিতরণ করা
হয়। এ সময় সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম, সত্য রঞ্জন সাহা,
ক্যাশিয়ার নুরে আলম সিদ্দিক সজিব, নায়েব উদ্দিন, প্রশিক্ষিত সফল যুব
মোস্তাফিজার রহমান প্রমুখ।

অপরদিকে বোনারপাড়া রেলওয়ে ষ্টেশন চত্বরে জাতীয় শ্রমিকলীগের আহ্বায়ক দেলোয়ার হোসেনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT