ঢাকা (রাত ৯:৪০) বুধবার, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

সাঘাটায় পল্লী বিদ্যুৎকর্মীসহ করোনায় আক্রান্ত ০৪ জন

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock রবিবার রাত ০৯:২৯, ৭ জুন, ২০২০

সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধিঃ  গাইবান্ধার সাঘাটা উপজেলায় এক পল্লী বিদ্যুৎ সমিতির লাইনম্যান করোনায় আক্রান্ত হয়েছে। সে জয়পুরহাট জেলার বাসিন্দা। এ নিয়ে সাঘাটায় করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ায় ০৪ জন।

সাঘাটা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আরিফুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, পল্লী বিদ্যুতের লাইনম্যান সাঘাটা উপজেলার বোনারপাড়া পল্লী বিদ্যুৎ সমিতির জোনাল অফিসে চাকুরী করেন। সম্প্রতি ওই কর্মী হাসপাতালে হেল্প ডেক্সে করোনা পরীক্ষার জন্য স্যাম্পল দিলে গত শনিবার তার শরীরে করোনা পজিটিভ শনাক্ত হয়।

তিনি আরও জানান, সংবাদ পেয়ে করোনায় আক্রান্ত ওই কর্মী যে বাসায় থাকেন সেই বাসাটি লক ডাউন করা হয় এবং তাকে হোম আইসোলুশনে রাখা হয়। আশেপাশের কাউকে তার বাড়ীতে যাওয়া আসা নিষেধ করা সহ সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য স্বাস্থ্য কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT