ঢাকা (রাত ৩:৩৫) মঙ্গলবার, ৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

সাঘাটায় নিখোঁজের ৪ দিন পর মরদেহ উদ্ধার

আসাদ খন্দকার,সাঘাটা,গাইবান্ধা আসাদ খন্দকার,সাঘাটা,গাইবান্ধা Clock সোমবার সন্ধ্যা ০৭:৩৯, ২৩ আগস্ট, ২০২১

নৌকা বাইচ খেলার সময় খেলা কমিটির স্যালো ইঞ্জিনচালিত নৌকার সাথে খেলা নৌকার ধাক্কায় আকরাম হোসেন (৫০) নামে এক বাইচাল নিখোঁজের ৪ দিন পর সাঘাটা উপজেলার হলদিয়া ইউনিয়নের গুয়াবাড়ী এলাকার যমুনা নদী থেকে মরদেহ উদ্ধার করেছে সাঘাটা থানা পুলিশ।

গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার টেংরাকান্দি এলাকায় যমুনা নদীতে নৌকা বাইচ খেলার সময় এ ঘটনা ঘটেছে।

জানা যায় আকরাম হোসেন সাঘাটা উপজেলার কামালের পাড়া ইউনিয়নের বাঙ্গাবাড়ী গ্রামের আজির হোসেনের ছেলে। ফুলছড়ি উপজেলার চরাঞ্চল টেংরাকান্দি এলাকার স্থানীয় মোফাজ্জল হোসেন মাষ্টারের উদ্যোগে স্থানীয় লোকজন যমুনা নদীতে নৌকা বাইচ খেলার আয়োজন করে।

গত বৃহস্পতিবার বিকেলে অনুষ্টিত নৌকাবাইচ খেলায় সাঘাটা উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের ডাকবাংলা এলাকার বাংলার বাহাদুর নামে নৌকার লোকজন তাদের নৌকা নিয়ে ওই খেলায় অংশ নেন। এ সময় অপর একটি নৌকার সাথে বাইচ শুরু হলে কিছু দুর গিয়েই বেধে রাখা কমিটির স্যালো ইঞ্জিন চালিত নৌকার সাথে সাঘাটা উপজেলার ডাকবাংলা এলাকার বাংলার বাহাদুর নৌকাটির সজোরে ধাক্কা লাগে। এতে নৌকার বাইচাল আহত হয় এবং নৌকা থেকে অনেকেই নদীতে পড়ে য়ায়। ঘটনা বেগতিক দেখে কমিটি এবং স্থানীয় লোকজন অন্যান্য নৌকা নিয়ে বাইচালদের নদী থেকে উদ্ধার করে। এ সময় আকরাম হোসেন নিখোঁজ হন।

পর দিন সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা ঘটনাস্থলে গেলেও নদীতে পানির গভীরতা এবং স্রোত বেশী থাকায় তারা আকরাম হোসেনকে উদ্ধার করতে পারেনি। গত সোমবার এলাকাবাসী যমুনা নদীতে লাশ দেখতে পেয়ে সাঘাটা থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ উপজেলার হলদিয়া ইউনিয়নের গুয়াবাড়ী এলাকার যমুনা নদী থেকে আকরামের মরদেহ উদ্ধার করেন।

এ ব্যাপারে সাঘাটা থানার ওসি বেলাল হোসেন মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT