সাঘাটায় নকশী কাঁথা সেলাই প্রশিক্ষণের উদ্বোধন
নিজস্ব প্রতিনিধি রবিবার সন্ধ্যা ০৭:৪৮, ২১ জুন, ২০২০
আসাদ খন্দকার, সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার সাঘাটা উপজেলা পরিষদের আয়োজনে পরিষদ সম্মেলন কক্ষে স্থানীয় ঐতিহ্য রক্ষা ও আর্থ সামাজিক উন্নয়নে সমবায় সুফলভোগী সদস্যদের ১০ দিন ব্যাপী নকশীকাঁথা সেলাই প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।
গতকাল রবিবার উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ এবং জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) সহায়তায় সেলাই প্রশিক্ষণের উদ্বোধন করেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবির।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মহিউদ্দিন জাহাঙ্গীর, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম বিপ্লব, উপজেলা সমবায় অফিসার আব্দুল কাফী, ঘুড়িদহ ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ইউডিএফ মঞ্জুর সামাদ প্রমুখ।