ঢাকা (রাত ১০:৪৩) শনিবার, ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

সাঘাটায় তুচ্ছ ঘটনায় উভয় পক্ষের ৯ জন আহত

আসাদ খন্দকার,সাঘাটা,গাইবান্ধা আসাদ খন্দকার,সাঘাটা,গাইবান্ধা Clock রবিবার রাত ০১:২৭, ২২ মে, ২০২২

গাইবান্ধার সাঘাটা উপজেলার মথরপাড়া গ্রামে গতকাল শনিবার তুচ্ছ ঘটনা নিয়ে, দু’টি পক্ষের মধ্যে সংঘর্ষে ৯ জন আহতসহ বাড়ি-ঘরে ভাংচুরের ঘটনা ঘটেছে।

স্থানীয়রা জানান, উপজেলার মথর পাড়া গ্রামের ইউসুফ আলীর ছেলে জাহিদুলের একটি গাছ প্রতিবেশী মৃত মীর উদ্দিনের ছেলে সাহেব মিয়ার বাঁশ ঝাড়ের ওপর হেলে পড়ার ঘটনাকে কেন্দ্র করে, উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এর এক পর্যায়ে উভয় পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ বাধে। এতে বাড়ি-ঘরে ভাংচুর ও উভয় পক্ষের ৯ জন আহত হয়।

আহতরা হলেন, আমেলা বেগম (৬৭), রানী বেগম (২৫), আনিছুর রহমান (৪০), আনোয়ার হোসেন (৪৯), আশরাফুল ইসলাম (৩৭), কালাম মিয়া (৫০), সাহেব মিয়া (৫৫), তছলিম উদ্দিন (৬০) ও সাগর (১৮)।

আহতদের মধ্যে আশরাফুলের অবস্থা আশংঙ্কাজনক হওয়ায় তাকে বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাকী ৮ জনকে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ অন্যান্য চিকিৎসা কেন্দ্রে ভর্তি করা হয়েছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT