ঢাকা (রাত ২:৫৯) বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

সাঘাটায় জেলা পরিষদ সদস্যসহ করোনায় আরো ২ জন সনাক্ত

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock বৃহস্পতিবার দুপুর ০১:০২, ২ জুলাই, ২০২০

আসাদ খন্দকার, সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার সাঘাটা উপজেলায় নতুন করে জেলা পরিষদ সদস্যসহ নতুন করে আরো ২ জন করোনায় সনাক্ত হয়েছেন। গত ২৬ ও ২৭ জুন টিএমএসএস মেডিকেল কলেজে যাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়, তাদের মধ্যে ২ জনের শরীরে করোনা পজেটিভ আসে।

সনাক্ত ২ জন রোগীর মধ্যে ১ জনকে হোম আইসোলুশনে ও অপরজন জেলা পরিষদ সদস্যকে টিএমএসএস মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছেন। করোনা সনাক্তরা হলেন, উপজেলার জুমারবাড়ী ইউনিয়নের মেছট গ্রামের ১ জন ও কচুয়া ইউনিয়নের ওসমানেরপাড়া গ্রামের ১ জন সহ মোট ২জন।

গতকাল সন্ধ্যায় সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আর.এম.ও ডাঃ দেবাশীষ তালুকদার বিষয়টি নিশ্চিত করে জানান, নতুন করে ২ জনের শরীরে করোনা ভাইরাসের পজেটিভ সনাক্ত হয়েছে। এই নিয়ে উপজেলায় মোট ১৯ জন করোনা ভাইরাসে আক্রান্ত হলেন।

তিনি আরও জানান, সংবাদ পেয়ে করোনায় আক্রান্ত রোগীদের বাড়ী গিয়ে স্ব-স্ব বাড়ী লক ডাউন করা হয় এবং ১ জনকে হোম আইসোলুশনে রাখা হয়েছে। আশেপাশের কাউকে তার বাড়ীতে যাওয়া আসা নিষেধ করা সহ সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য স্বাস্থ্য কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT