সাঘাটায় কর্মশালা অনুষ্ঠিত
আসাদ খন্দকার,সাঘাটা,গাইবান্ধা মঙ্গলবার সন্ধ্যা ০৬:৩৬, ১৫ জুন, ২০২১
গাইবান্ধার সাঘাটা উপজেলা পরিষদ হল রুমে মঙ্গলবার বাংলাদেশে পারস্পারিক শিখন কর্মসূচি (এইচএলজি) প্রাতিষ্ঠানীকিকরণ প্রকল্প বিষয়ক উপজেলা কর্মশালা অনুষ্ঠিত হয়।
জাতীয় স্থানীয় সরকার ইন্সটিটিউট (এনআইএলজি) এটি আয়োজন করেন। এ্যাজেন্সি ফর ডেভেলপমেন্ট এন্ড কো-অপারেশন (এসডিসি) ও হেলভেটাস ইন্টারন্যাশনাল কো-অপারেশন বাংলাদেশের সহযোগিতায় উক্ত দিন ব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়।
উক্ত কর্মশালা উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) তুহিন হোসেন সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম বিপ্লব। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, পল্লী উন্নয়ন অফিসার নাহিদুর রহমান, হেলভেটাস বাংলাদেশের কনসালটেন্ট মিলন চৌধুরী, বোনারপাড়া ইউপি চেয়ারম্যান ওয়ারেছ আলী প্রধান, ইয়াকুব আলী, মাহাবুবুর রহমান প্রমূখ।
কর্মশালা শেষে ভোটের মাধ্যমে পাঁচটি শিখন বাছাই করা হয়।