ঢাকা (রাত ৯:১৫) শনিবার, ২৮শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


সাঘাটায় করোনায় কৃষকের মৃত্যু,জানে না তার পরিবার

আসাদ খন্দকার,সাঘাটা,গাইবান্ধা। আসাদ খন্দকার,সাঘাটা,গাইবান্ধা। Clock বুধবার রাত ১০:৫৭, ৪ আগস্ট, ২০২১

গাইবান্ধার সাঘাটা উপজেলার পল্লী অঞ্চলে কৃষকের মৃত্যু হয়েছে করোনায়, জানে না তার পরিবার। ঘটনাটি ঘটেছে উপজেলার রামনগর গ্রামে। এমন রিপোর্ট শুনে হতবাক মৃতের পরিবার ও এলাকাবাসী।

জানা গেছে উপজেলার কচুয়া ইউনিয়নের রামনগর গ্রামের মৃত তারাব উদ্দিনের ছেলে কৃষক ভোলা মিয়া (৬০) গত ২৮ জুলাই শ্বাসকষ্ট ও জ্বরে অসুস্থ হয়ে পড়লে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসাক করোনা টেষ্ট নিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ীতে পাঠানো হয়। পরের দিন গত ২৯ জুলাই কৃষক ভোলা মিয়া মারা যায়। ওইদিন তাকে পারিবারিক ভাবে দাফন সম্পন্ন করা হয়।

কিন্তু আশ্চর্য্যর বিষয় হচ্ছে ওই কৃষক মারা যাওয়ার চারদিন পর হাসপাতাল কর্তৃপক্ষ গত ২ আগস্ট আইইডিসিআর ঢাকার পাঠানো তথ্য মতে মৃত্যুর ৪ দিন পর করোনায় আক্রান্ত হয়ে ওই কৃষকের মৃত্যুর তালিকায় নাম প্রকাশ হয়।

এমন সংবাদ পেয়ে গত বুধবার স্থানীয় গণমাধ্যমকর্মী করোনায় মৃত ভোলা মিয়ার বাড়ীতে গেলে পরিবারের লোকজন জানান আমরা জানি না করোনায় সে মারা গেছে। তার ভাতিজা ফারুক বলেন, গত ২৮ জুলাই করোনা টেষ্টের জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। যখন গণমাধ্যম কর্মী রিপোর্টের তথ্য দেখালে পরিবারের লোকজন হতবাক হয়ে যান। শুধু পরিবার নয় এলাকাবাসীর মধ্যেও আতংক বিরাজ করছে।

এ বিষয়ে সাঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ আরিফুজ্জামান বলেন, এ ব্যাপারে আমি এখন কিছু বলতে পারছি না, পরে জানাবো।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT