সাঘাটায় এলপিজি গ্যাসের পরিবর্তে সিএনজিতে রান্নার কাজে ব্যবহৃত গ্যাস ব্যবহার
আসাদ খন্দকার ,সাঘাটা, গাইবান্ধা মঙ্গলবার বিকেল ০৪:২৫, ১ সেপ্টেম্বর, ২০২০
গাইবান্ধার সাঘাটায় এলপিজি গ্যাসের পরিবর্তে সিএনজি তে অবৈধভাবে রান্নার কাজে ব্যবহৃত গ্যাস ব্যবহার করা হচ্ছে। এতে যে কোন সময় মারাত্মক দূর্ঘটনা ঘটে সিএনজি যাত্রীদের জীবন নাশের আশংকা রয়েছে প্রতি মূহূর্তে।
সিএনজি চালু হওয়ার পর থেকে এসব সিএনজিতে বগুড়া সহ বিভিন্ন স্থানের গ্যাস ফিলিং ষ্টেশন থেকে গ্যাস নিয়ে সিএনজি চালকেরা তাদের স্ব-স্ব সিএনজি চালিয়ে আসছিল দীর্ঘ দিন থেকে। কিন্তু সাম্প্রতিককালে সিএনজি চালকেরা তাদের সিএনজিতে ফিলিং ষ্টেশন থেকে গ্যাস না নিয়ে বিভিন্ন দোকান থেকে রান্নার কাজে ব্যবহৃত গ্যাসের সিলিন্ডার কিনে সিএনজিগুলো চালানো হচ্ছে। এতে যেকোন সময় মারাত্মক দূর্ঘটনা ঘটে সিএনজির যাত্রীদের জীবন নাশের আশংকা রয়েছে।
এরুপ দূর্ঘটনা এড়াতে প্রতিটি সিএনজি তে এলপিজি গ্যাস ব্যবহার করার জন্য সরকারীভাবে নির্দেশনা থাকলেও সিএনজি চালকেরা তা মানছে না। শুধু তাই নয়, অধিকাংশ সিএনজি’র বৈধ লাইসেন্স নেই। লাইসেন্স বিহীন এসব সিএনজিতে এলপিজি গ্যাসের পরিবর্তে বাজার থেকে রান্নার কাজে ব্যবহৃত গ্যাসের সিলিন্ডার কিনে সিএনজিগুলো চালানো হচ্ছে।
গ্যাস ফিলিং ষ্টেশন মালিকদের অভিযোগ শুধুমাত্র সাঘাটা উপজেলায় নয় গোটা গাইবান্ধা জেলার একই দৃশ্য বিদ্যমান।
এ ব্যাপারে সচেতন মহল সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ দাবী করেছেন।