ঢাকা (সকাল ১১:৩৯) রবিবার, ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


সাঘাটায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপনে র্যালী আলোচনা সভা

আসাদ খন্দকার আসাদ খন্দকার Clock শনিবার সন্ধ্যা ০৬:১৫, ৫ অক্টোবর, ২০২৪

সারা দেশের ন্যায় গাইবান্ধার সাঘাটা উপজেলায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপন করা হয়েছে। উপজেলা জেলা প্রশাসন ও উপজেলা জেলা শিক্ষা অফিস কর্তৃক আয়োজিত ৫-অক্টোবর উপজেলা পরিষদ হল রুমে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন করা হয়।

পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ইউএনও ইসাহাক আলীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, বিএনপির আহবায়ক আলহাজ্ব মোহাম্মদ আলী, জামায়াতে ইসলামীর সাংগঠনিক সেক্রেটারি অধ্যাপক এনামুল হক ।

 

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আহসান হাবীব, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল্লাহিশ সাফি,প্রধান শিক্ষক আমজাদ হোসেন প্রমুখ।

 

অনুষ্ঠানে বক্তারা বলেন শিক্ষা জাতীর মেরুদণ্ড। মেরুদণ্ডহীন প্রাণী যেমন সোজা হয়ে দাঁড়াতে পারে না তেমনি শিক্ষাহীন জাতি সমাজে মাথা উঁচু করে চলতে পারে না। শিক্ষকদের সমস্যা, সম্ভাবনা, চাওয়া পাওয়ার বিষয়ের উপর আলোচনা অনুষ্ঠিত হয়।

বক্তারা বলেন শিক্ষকদের বিবেক বুদ্ধি দিয়ে শিক্ষাদান করতে হবে। বক্তারা আরও বলেন শিক্ষকগন ইচ্ছা করলে অল্প সময়ের মধ্যে শিক্ষার আমুল পরিবর্তন করতে পারে। শিক্ষা ক্ষেত্রে বিভিন্ন সময়ে নানান কারিকুলাম ব্যবহারে শিক্ষার প্রতিবন্ধকতা সৃষ্টির হয়েছে তার উপর আলোচনা করা হয়।

আলোচনা সভার শুরুতে একটি র‍্যালি উপজেলা পরিষদের প্রধান সড়ক প্রদক্ষিন করে।

অনুষ্ঠানটি সঞ্চালনা ও পরিচালনা করেন নাসিমা আকতার।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT