ঢাকা (বিকাল ৩:৫৩) বুধবার, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

সাঘাটায় পূর্ব শত্রুতার জের ধরে পথ রোধ করে মারপিট

পিটিয়ে হত্যা

আসাদ খন্দকার আসাদ খন্দকার Clock শনিবার সন্ধ্যা ০৬:১৩, ২১ সেপ্টেম্বর, ২০২৪

গাইবান্ধার সাঘাটা উপজেলার হলদিয়া ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের আবুল কালামের ছেলে বাবু মিয়ার সাথে হলদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম গংদের পূর্ব হতে সামাজিক তুচ্ছ বিষয় কেন্দ্র করে কলহ ও বিরোধ চলে আসছিল।

 

এর জের ধরে ঘটনার দিন গত সোমবার আনুমানিক তিনটার দিকে হলদিয়া যমুনা নদীর কাজের ৫ নং প্যাকেজ হতে মোটরসাইকেল যোগে বাবু মিয়া নিজ বাড়িতে যাওয়ার পথে রফিকুল ইসলামের বসতবাড়ি সংলগ্ন পাকা রাস্তার উপর পৌছলে রফিকুল ইসলামের হুকুমে বাবলু মন্ডল সহ ২০/২২ জনের একটি দল লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে হামলা চালিয়ে হত্যার উদ্দেশ্যে মাথার পেছনে সজোরে চোট মারে, এতে সে রক্তাক্ত জখম হয়।

এ সময় প্যান্টের পকেটে থাকা নগদ ৩৭ হাজার টাকা বের করে নেয় তারা। তাকে বাঁচাতে প্রতিবেশী চাচা লিটন মিয়া এগিয়ে আসলে তাকে ও এলোপাথাড়ি ভাবে মারপিট করতে থাকেন, গুরুতর আহত হন তারা। পরে মোটরসাইকেলটি পুড়িয়ে দেওয়া হয়। এতে তার ৫০ হাজার টাকা ক্ষতি সাধিত হয়। পরে এলাকাবাসী এসে তাদের উদ্ধার করে অটো ভ্যান যোগে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়। এ বিষয়ে বাবু মিয়া বাদী হয়ে সাঘাটা থানায় মামলা দায়ের করেছেন বলে জানা গেছে।

 

বাবু মিয়া বলেন, আমরা বিএনপি করি, ওরা আওয়ামী লীগ করে। আমাদের প্রতিনিয়ত হুমকি ধামকি দিয়ে যাচ্ছেন তারা। প্রকাশ্য ঘুরে বেড়ালেও এখন পর্যন্ত কোন আসামি গ্রেফতার করা হয়নি।

এ ঘটনার বিষয়ে সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে কথা হলে তিনি বলেন, মারপিটের ঘটনায় মামলা হয়েছে, দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT