ঢাকা (রাত ১:৫০) শনিবার, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির দাবিতে নড়াইলে মানববন্ধন

ইকবাল হাসান,নড়াইল ইকবাল হাসান,নড়াইল Clock বুধবার রাত ০৯:৩৪, ১৯ মে, ২০২১

প্রথম আলোর জৈষ্ঠ্য প্রতিবেদক রোজিনা ইসলামকে আটকের প্রতিবাদ, নিঃশর্ত মুক্তি ও হেনস্থাকারিদের বিচারের আওতায় আনার দাবিতে স্বোচ্ছার হয়ে উঠেছে নড়াইলের সাংবাদিক সমাজ সহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।

বুধবার রোজিনা ইসলামের মুক্তি ও ঘটনার সাথে জড়িতদের শাস্তির দাবিতে মানবববন্ধন অনুষ্ঠিত হয়েছে। অবিলম্বে এই নারী সাংবাদিকের মুক্তি না দিলে কঠোর আন্দোলনসহ স্বেচ্ছায় কারাবরণের ঘোষণা দিয়েছেন সাংবাদিক সমাজ।

সকাল ১১টায় নড়াইল প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাবের সামনের সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রায় ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালে নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবীর টুকুর সভাপতিত্বে বক্তব্য দেন নড়াইল প্রেসক্লাবের সহ-সভাপতি সৈয়দ নাইমুর রহমান ফিরোজ, সাধারন সম্পাদক মোঃ শামীমুল ইসলাম টুলু, নড়াইল কন্ঠের সম্পাদক কাজী হাফিজুর রহমান, সিনিয়র সাংবাদিক কার্ত্তিক দাস, প্রথম আলোর প্রতিনিধি মারুফ সামদানী, দি ইনডিপেনডেন্ট পত্রিকার প্রতিনিধি মলয় কান্তি নন্দী, কালের কন্ঠের নড়াইল প্রতিনিধি সাইফুল ইসলাম তুহিন, লোহাগড়া পৌর প্রেস ক্লাবের সভাপতি ইকবাল হাসান শিমুল, সাংবাদিক সাথী তালুকদার প্রমুখ।

এর আগে সকাল ১০টায় নড়াইল চৌরাস্তায় প্রথম আলো বন্ধুসভার আয়োজনে একই দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে নড়াইল প্রেসক্লাবের সদস্যগণ, লোহাগড়া ও কালিয়া উপজেলা পর্যায়ের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকবৃন্দসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশগ্রহণ করেন।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT