নড়াইলে আঞ্চলিক ভাষা ও ঐতিহ্য পরিবারের পুনঃর্মিলনী অনুষ্ঠিত
ইকবাল হাসান শনিবার সকাল ১১:৫১, ১১ জানুয়ারী, ২০২৫
নড়াইলের আঞ্চলিক ভাষা ও ঐতিহ্য পরিবারের পুনঃর্মিলনী ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। জানা যায়, শুক্রবার বেলা ১১টা থেকে সন্ধ্যা পর্যন্ত লোহাগড়ার নিরিবিলি পিকনিক স্পটে অনুষ্ঠিত পুনঃর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অবসরপ্রাপ্ত মেজর ও বিএনপি নেতা আলহাজ্ব কাজী মঞ্জুরুল ইসলাম প্রিন্স।
এছাড়াও বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা মোঃ বিলাল হোসেন, মোঃ ইমন খান, মোঃ গোলাম মোস্তাফা,মিতা জামান,সুরভী,ডাঃ শফিকুল, মাসুদ রানা, মোঃ আমিনুর রহমান প্রমুখ। সংগঠনের অন্যতম পরিচালক মাসুদ রানা জানান, ২০১৮সালের ২০অক্টোবর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এর মাধ্যমে সংগঠনটির যাত্রা শুরু হয়।
এটি তৃতীয় মিলন মেলা। আগামী ২১ ফেব্রুয়ারি সংগঠনটি মাতৃভাষা দিবস পালন করবে। মিলন মেলায় সদস্যদের মধ্যে চোখ বেধে হাড়িভাঙ্গা, শিশুদের চকলেট দৌড়, নারীদের জন্য ছিলো সুচ এ সূতা ভরা প্রতিযোগিতা সহ লটারী। অনুষ্ঠানে আঞ্চলিক ভাষায় গান পরিবেশন সহ কবিতা পরিবেশন করা হয়।