ঢাকা (রাত ৩:৫৭) সোমবার, ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

সাংবাদিক রোজিনার বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে নাগরপুরে মানববন্ধন

শাকিল হোসেন শওকত,নাগরপুর,টাঙ্গাইল শাকিল হোসেন শওকত,নাগরপুর,টাঙ্গাইল Clock রবিবার বিকেল ০৪:৪০, ২৩ মে, ২০২১

প্রথম আলো’র সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা ও হয়রানিমুলক মামলা প্রত্যাহার এবং তাকে শারিরীক ভাবে হেনস্তাকারী দূর্নীতিবাজ কর্মকর্তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে টাঙ্গাইলের নাগরপুরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।


রোববার সকালে উপজেলায় কর্মরত সকল ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের উদ্যোগে উপজেলা মোড়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

নাগরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ এরশাদ মিয়ার সঞ্চালনায় এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, নাগরপুর প্রেসক্লাবের সভাপতি আকতারুজ্জামান বকুল, নাগরপুর রিপোটার্স ইউনিটের সভাপতি মো. মন্টু মিয়া, নাগরপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. জসিউর রহমান লুকন ও জাতীয় সাংবাদিক সংস্থার নাগরপুর ইউনিটের সভাপতি মো. সিরাজ আল মাসুদ প্রমূখ।

এ সময় বক্তারা বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের দূর্নীতির তথ্য সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক রোজিনা ইসলাম দূর্নীতিবাজ কর্মকর্তাদের হাতে শারিরীক ভাবে হেনস্তার শিকার হন। তাকে প্রায় ছয় ঘন্টা আটকে রেখে মিথ্যে মামলা দিয়ে করা হয়।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT