ঢাকা (রাত ৩:৫৫) রবিবার, ২৯শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


সরকারি নিবন্ধন পেলো গৌরীপুর গণপাঠাগার

ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ Clock শনিবার রাত ১১:০৫, ১৭ অক্টোবর, ২০২০

ময়মনসিংহের “গৌরীপুর গণপাঠাগার” গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জাতীয় গণগ্রন্থাগার অধিদপ্তর কর্তৃক সরকারি নিবন্ধন পেয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) ময়মনসিংহ বিভাগীয় সরকারি গণগ্রন্থাগারের সহকারী পরিচালক মোঃ সালাহ্উদ্দীন গৌরীপুর গণপাঠাগার এর নির্বাহী পরিচালক প্রাবন্ধিক রণজিৎ কর এর কাছে নিবন্ধনের সনদ হস্তান্তর করেন। নিবন্ধন নংঃ বি.স.গ.প/ময়মন/৩০, তারিখঃ ১৪/১০/২০২০ খ্রি.। এসময় উপস্থিত ছিলেন- ময়মনসিংহ বিভাগীয় সরকারি গণগ্রন্থাগারের পাঠকক্ষ সহকারী জনাব মোঃ জসিম খান, ডাটা এন্ট্রি সহায়ক মোঃ রেজাউল করিম, গৌরীপুর গণপাঠাগার এর পরিচালক (সাংগঠনিক) সাংবাদিক মোঃ রইছ উদ্দিন, পরিচালক (অনুষ্ঠান) আমিরুল মোমেনীন, পরিচালক (অর্থ) সাংবাদিক আরিফ আহম্মেদ।

গৌরীপুর উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ গৌরীপুর গণপাঠাগার এর পরিচালনা পরিষদ, পাঠক ও শুভানুধ্যায়ীদের অভিনন্দন জানান এবং গণপাঠাগারটির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।

গৌরীপুর গণপাঠাগারের প্রতিষ্ঠাতা ও পৌরসভার মেয়র সৈয়দ রফিকুল ইসলাম গৌরীপুর গণপাঠাগার এর প্রধান পরিচালক অধ্যাপক মুহাম্মদ আরশাদ আলী ও পাঠাগারটিকে এগিয়ে নিতে যারা নিরলসভাবে দায়িত্ব পালন করছেন তাদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।

উল্লেখ্য, ২০১৭ সালের ২৮ ডিসেম্বর গৌরীপুর নিমতলী মহল্লায় ঐতিহ্যবাহী গৌরীপুর আর কে সরকারি উচ্চ বিদ্যালয়ের অনন্ত সাগরের পূর্ব পাড়ে এক মনোরম পরিবেশে গৌরীপুর গণপাঠাগারের যাত্রা শুরু হয়।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT