ঢাকা (বিকাল ৫:১০) সোমবার, ৫ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

সরকারি খরচে রাস্তা, কৃতিত্ব দিলেন আ.লীগ নেতাকে : এলাকায় ক্ষোভ

স্টাফ রিপোর্টার স্টাফ রিপোর্টার Clock সোমবার রাত ০৯:৫৯, ২১ এপ্রিল, ২০২৫

জিলানী নামের এক স্বঘোষিত ব্লগার সরকারি বরাদ্দ ও অর্থায়নে নির্মিত রাস্তার কাজের ক্রেডিট দিলো প্রবাসী এক আওয়ামী লীগের নেতাকে। Bijoy-351- official একটি পেজ চালায় জিলানী নামের এক যুবক। যুবকের বাড়ি দাউদকান্দি উপজেলার সদর উত্তর ইউনিয়ন এলাকার ভাজরা গ্রামে। সে ঐ গ্রামের আলম আখন্দের ছেলে। এলাকায় ব্লগার নামে জানে তাকে। কিন্তু ব্লগারের আড়ালে মানুষ ও সমাজকে বিভক্তির দিকে আহ্বান করার কথা জানান অনেকেই। তবে এবার ঘটল বিপত্তি। স্থানীয় এক ব্যক্তি অভিযোগ করেন, এই ব্লগার সম্প্রতি সরকারি বরাদ্দ ও অর্থায়নে নির্মিত বাহেরচর টু ভাজরা গ্রামের সংযোগ রাস্তা প্রায় দেড় কিলোমিটার দীর্ঘ। এই রাস্তাটি কাঁচা রাস্তা হওয়ায় সামান্য বৃষ্টি হলেই চলাচলের অনুপযোগী হয়ে যায়। রাস্তাটি সংস্কারে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাইমা ইসলাম সদর উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) নাজমুল আলম সরকারকে একটি বরাদ্দ দেন। সেই বরাদ্দের টাকায় বর্তমানে রাস্তার সংস্কার কাজ চলমান।

 

 

রাস্তার চলমান কাজ স্থানীয় জিলানী নামের এক ব্লগার প্রায় ৪ মিনিট ৫৮ সেকেন্ডের একটি ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ওয়ালে ৪ দিন আগে পোস্ট দেন। পরে তার এই পোস্ট ছড়িয়ে পড়ে নেটিজনদের মাঝে। এই ব্লগে সরকারি উন্নয়নমূলক কার্যক্রম ভাজরা গ্রামের ওমান প্রবাসি আওয়ামী লীগের নেতা গোলাম হোসেন মন্টু মিয়ার নিজস্ব অর্থায়নে হচ্ছে বলে ক্রেডিট দিতে দেখা গেছে। ব্লগে এই রাস্তার পাশাপাশি ভাজরা গ্রামের একটি ভিতরে রাস্তা মন্টু মিয়ার নিজস্ব অর্থায়নে হচ্ছে বলে দাবি করা হয়েছে। সোমবার (২১ এপ্রিল) সরেজমিনে গিয়ে দেখা যায়, এ নিয়ে এলাকায় বিভিন্ন মিশ্র নেতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে।

 

৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য শরীফ আখন্দ জানান, ” আমাদের ভাজরা গ্রাম একটি যোগাযোগ বিচ্ছিন্ন গ্রাম ছিল। সরকারি অনুদানসহ এই গ্রামের প্রবাসি ব্যবসায়ী ব্যক্তি মোখলেস আখন্দ ও ব্যবসায়ী দিদারুল আলমসহ অন্যান্যদের সহযোগিতায় অনেক উন্নয়ন হয়েছে। কিন্তু প্রবাসি মন্টু মিয়া এই গ্রামের কোনো উন্নয়নে জড়িত ছিল বলে আমার জানা নেই। আর ব্লগার জিলানী ফেসবুক ভাজরা গ্রামের রাস্তা নিয়ে যেসব বিভ্রান্তিকর তথ্য দিয়ে ভিডিও করেছে, তা বানোয়াট ও ভিত্তিহীন। আমি ইউনিয়ন পরিষদের সভায় এ বিষয়টি উপস্থাপন করবো। ”

 

 

তবে ব্লগারের তৈরি ভিডিও’র এই দাবির বিষয়ে ইউপি চেয়ারম্যান নাজমুল সরকার জানান,” বাহেরচর টু ভাজরা গ্রামের রাস্তাটি কাঁচা রাস্তা ছিল। কাঁচা রাস্তা নির্মাণের সময় এই গ্রামের মালদ্বীপ প্রবাসি মোখলেস আখন্দ ৭ লাখ টাকা দিয়েছিল এটা আমি শুনেছি। অন্যকেউ দিছে বলে শুনিনি। বর্তমানে এই রাস্তার এলজিইডির মাধ্যমে ইউনিয়ন পরিষদের তত্ত্বাবধানে

পাকাকরণ হচ্ছে। যদি কেউ দাবি করে যে এই রাস্তা ব্যক্তিগত অর্থায়নে হচ্ছে বলে প্রচার করে থাকে তাহলে সেটা অনুচিত। মন্টু মিয়া কেনো এ কাজ করলো, এ বিষয়ে ইউনিয়ন পরিষদ কোনো ব্যবস্থা নিবে কী না জানতে চাইলে তিনি জানান, আমি মন্টু মিয়ার সঙ্গে কথা বলে আপনাকে জানাব।”

 

মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়ে ব্লগ তৈরি করার বিষয়ে জিলানী আখন্দকে জিজ্ঞেস করলে তিনি জানান,” ওমান প্রবাসি মন্টু মিয়া আমাকে মোবাইল কল করে বলছে, তিনি এলাকায় রাস্তাঘাট ব্রীজ নির্মাণ করছেন তার এসব উন্নয়নমূলক কার্যক্রম দিয়ে ব্লগ তৈরি করার জন্য। তাই আমি ব্লগ তৈরি করে ফেসবুক আপলোড দিয়েছি। এতে এলাকায় অনেকেই বিষয়টি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে। তবে আমার এই ব্লগে যদি কোনো তথ্য গড়মিল থাকে আমি সেটা ফেসবুকে আমার আইডি থেকে ডিলেইড করে দিব।”

 

 

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাইমা ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, ” আমি বিষয়টি সম্পর্কে অবগত নই। আপনার থেকে শুনেছি। যদি সরাসরি উন্নয়নমূলক কাজে ব্যক্তির নামে ক্রেডিট দিয়ে প্রচারণা করা হয়ে থাকে। তাহলে যথাযথ আইননুসারে ব্যবস্থা গ্রহণ করা হবে। “




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT