শ্রীলঙ্কার পার্লামেন্ট ভেঙে দিলেন নবনির্বাচিত প্রেসিডেন্ট
মেঘনা নিউজ ডেস্ক বুধবার দুপুর ০১:২১, ২৫ সেপ্টেম্বর, ২০২৪
শ্রীলঙ্কার নবনির্বাচিত প্রেসিডেন্ট অনুঢ়া কুমারা দিসানায়েকে নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ক্ষমতা গ্রহণের পরদিনই পার্লামেন্ট ভেঙে দিয়েছেন। একইসঙ্গে নতুন নির্বাচনের তারিখ ঘোষণাও করেছেন তিনি। আগামী ১৪ নভেম্বর পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে এবং ২১ নভেম্বর পরবর্তী পার্লামেন্টের অধিবেশন আহ্বান করা হবে।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সরকারি এক গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ করে পার্লামেন্টে ভেঙে দেওয়ার আদেশ দেওয়া হয় বলে রয়টার্সের খবরে বলা হয়েছে।
গত শনিবার শ্রীলঙ্কায় অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে দিসানায়েকে জয়ী হন। ২০২২ সালে ব্যাপক বিক্ষোভের মুখে তৎকালীন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে পদত্যাগ করে পালানোর পর এটিই ছিল দেশে অনুষ্ঠিত প্রথম নির্বাচন।
প্রেসিডেন্ট নির্বাচনের আগে নিজেকে একজন সংস্কারপন্থী হিসেবে উপস্থাপন করেছিলেন মার্ক্সবাদী দিসানায়েকে। প্রতিশ্রুতি দিয়েছিলেন, তিনি ক্ষমতায় আসার ৪৫ দিনের মধ্যে সংসদ ভেঙে দেবেন। তার কথায়, ‘যে পার্লামেন্টে জনগণের ইচ্ছার প্রতিফলন নেই, সে পার্লামেন্ট রাখারও কোনও মানে নেই।’
ভেঙে দেওয়া পার্লামেন্টের ২২৫ আসনের মধ্যে সেই ন্যাশনাল পিপলস পাওয়ার (এনপিপি) এর আসন ছিল মাত্র তিনটি। তাই পার্লামেন্ট ভেঙে দিয়ে নিজের নীতি বাস্তবায়নের জন্য নতুন করে জনসমর্থন চাওয়ার দিকে গেলেন তিনি।
এদিকে প্রেসিডেন্ট অনূঢ়া কুমারা গতকাল মঙ্গলবার প্রধানমন্ত্রী হিসেবে তার মিত্র হরিনি আমারাসুরিয়াকে বাছাই করেছেন। শ্রীলঙ্কার ইতিহাসে তিনিই হলেন তৃতীয় কোনো নারী প্রধানমন্ত্রী।
২০২০ সালের আগস্টে শ্রীলঙ্কায় পাঁচ বছর মেয়াদে সবশেষ সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়।