শ্রীমঙ্গলে ভ্রাম্যমান আদালতের অভিযানে নকল পিপিই মাস্ক ও হ্যন্ড স্যনিটাইজার জব্দ
নিজস্ব প্রতিনিধি সোমবার সন্ধ্যা ০৭:৪৮, ২৯ জুন, ২০২০
মোঃ জাকির হোসেন, জেলা প্রতিনিধি মৌলভীবাজারঃ মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার সাইফুর রহমান মার্কেটে অভিযান চালিয়ে নকল পিপিই হ্যান্ড স্যানেটাইজার এবং মাস্ক বিক্রির দায়ে এক প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
সোমবার (২৯ জুন) দুপুরে শহরের সেন্টাল রোডের সাইফুর রহমান মার্কেটের জসিম প্যান্ট হাউস এর সম্মুখে বসে অবাদে বিক্রি করছিলো বিক্রেতা হাসু তালুকদার নামের এক ব্যক্তি তখন তাহাকে ২০ হাজার টাকা জরীমানা করা হয়। একই সাথে অতিরিক্ত মূল্যে হ্যান্ড স্যানেটাইজার বিক্রির দায়ে জয়ন্তি এন্টারপ্রাইজকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় বিক্রির জন্য রাখা নকল সরঞ্জাম ধংস করার জন্য জব্দ করে নিয়ে যাওয়া হয়। নকল পন্য সামগ্রি বিক্রির দায়ে এই জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুর রহমান মামুন। অভিযানে অংশ নেন র্যাব ৯ শ্রীমঙ্গল ক্যাম্পের কোম্পানি কামান্ডার মেজর আহমেদ নোমান জাকি ও তার সঙ্গীয় ফোর্স সদস্যরা।
অভিযানের পরে বিপুল পরিমাণের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নকল স্যানিটাইজার, নকল পিপিই, নকল মাস্ক আগুন দিয়ে জ্বালিয়ে ধ্বংস করা হয়।