ঢাকা (রাত ১১:১৫) বুধবার, ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

শোকাবহ আগস্টে গৌরীপুরে তাঁতীলীগের আলোচনা সভা

ওবায়দুর রহমান ওবায়দুর রহমান Clock রবিবার রাত ১১:১৭, ২৭ আগস্ট, ২০২৩

শোকাবহ আগস্ট উপলক্ষে ময়মনসিংহের গৌরীপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সকল শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার বিকালে উপজেলার বোকাইনগর ইউনিয়ন তাঁতীলীগের উদ্যোগে বোকাইনগর ইউনিয়ন পরিষদ চত্বরে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মনোনয়ন প্রত্যাশী সোমনাথ সাহা।

বোকাইনগর ইউনিয়ন তাঁতীলীগের সভাপতি তাসবিউল হাসান অভির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজাউল করিম সুমনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন আহমেদ, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ম.নূরুল ইসলাম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন জুয়েল, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ রফিকুল ইসলাম দিপু, সাবেক উপজেলা চেয়ারম্যান আলী আহাম্মদ খান পাঠান সেলভী, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া ইসলাম ডলি, উপজেলা আওয়ামী লীগের সাবেক কৃষি বিষয়ক সম্পাদক হাফিজ উদ্দিন, পৌর কাউন্সিলর মাসুদ মিয়া রতন, সাদেকুর রহমান, বোকাইনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দিন, সহনাটি ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি রুহিদাস আচার্য্য, বোকাইনগর ইউপি চেয়ারম্যান আল মুক্তাদীর শাহীন, সাবেক গৌরীপুর ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন, রামগোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, বোকাইনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হেলিম, সাবেক সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, সাবেক ছাত্রনেতা মতিউর রহমান মজনু প্রমুখ।

আলোচনা সভা শেষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT