ঢাকা (রাত ২:৫৬) বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

শেখ হাসিনার উন্নয়নের ছোঁয়া আজ তৃণমূলেও দৃশ্যমান,বললেন চেয়ারম্যান প্রার্থী মো.জাকির

এইচএম দিদার,দাউদকান্দি,কুমিল্লা এইচএম দিদার,দাউদকান্দি,কুমিল্লা Clock শুক্রবার রাত ০৮:০০, ৭ মে, ২০২১

আজ শুক্রবার (৭ মে) জুমা’তুল বিদা নামাযের পর আমিরাবাদ জামে মসজিদের মুসল্লিদের জন্য নিজস্ব অর্থায়নে ওযুখানা উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

আসন্ন ইউপি নির্বাচনে ইউনিয়ন যুবলীগ এর সভাপতি মানিকার চর ইউনিয়ন থেকে নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী মো.জাকির হোসেন আমিরাবাদ গ্রামের যেকোনো উন্নয়নমূলককাজে গ্রামবাসির পাশে থেকে সহযোগীতার আশ্বাস প্রদান করেন।

তিনি আরও বলেন,”জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিলো বাংলাদেশকে সোনার বাংলায় রুপ দেওয়া। তাঁর যোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ আজ বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে।

উন্নয়নের মহাসড়কে আজ বাংলাদেশ। আমরা বা গ্রামের প্রান্তিক জনগোষ্ঠী সুবিধাবঞ্চিত মানুষরা আজ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নমূলক কাজের সুফল ভোগ করছি।

আসছে ঈদুল ফিতর উপলক্ষে মানিকার চর ইউনিয়ন তথা মেঘনা উপজেলাবাসিকে চেয়ারম্যান প্রার্থী জাকির হোসেন ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, দীর্ঘ ১ মাস সিয়াম সাধনার পর সারা জাহানের মুসলিম উম্মার জন্য পবিত্র ঈদুল ফিতর দরজায় কড়া নাড়ছে। তাই সকলে সব ভেদাভেদ ভুলে ঈদের আনন্দে জীবন রাঙিয়ে তুলুন। এবং বর্তমানে করোনার দ্বিতীয় ঢেউ চলছে তাই বিত্তবানরা যার যার সামর্থ্য অনুযায়ী অসহায় ও কর্মহীন হয়ে পড়া মানুষদের সহযোগীতা করুন।

এর আগে সকালে ১ হাজার কর্মহীন ও দুস্থ পরিবার এর মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করেন। পাশাপাশি দুস্থ ও অসহায় পরিবার এর লোকদের খোঁজে বের করে বাড়ি বাড়ি গিয়ে নগদ আর্থিকভাবেও সহযোগীতা করছেন।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT