ঢাকা (রাত ৪:৪৯) বুধবার, ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

শুভ্র’র প্রকৃত হত্যাকারীদের কেউ রক্ষা করতে পারবে না-শুভ্র’র স্মরণসভায় শফিউল আলম চৌধুরী নাদেল

ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ Clock রবিবার রাত ১১:৩৭, ১৭ অক্টোবর, ২০২১

ময়মনসিংহের গৌরীপুরে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও বিআরডিবির চেয়ারম্যান মাসুদুর রহমান শুভ্র’র প্রথম মৃত্যু বার্ষিকীতে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে স্মরণসভার আয়োজন করা হয়।

রবিবার ১৭ অক্টোবর বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে স্থানীয় মধ্যবাজার ধানমহালে এক আলোচনাসভা করা হয়।

গৌরীপুর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ হেলাল উদ্দিনের সভাপতিত্বে উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন জুয়েল ও সাংগঠনিক সম্পাদক আব্দুল মুন্নাফ যৌথভাবে সঞ্চালনা করেন।

স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ময়মনসিংহ বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা শফিউল আলম চৌধুরী নাদেল বলেন, শুভ্র হত্যার প্রকৃত আসামীদের কেউ ফাঁসি থেকে রক্ষা করতে পারবে না।

এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক বাবু অসীম কুমার উকিল এমপি,বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মি.রেমন্ড আরেং, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট জহিরুল হক খোকা, ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবুল, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ড. সামিউল আলম লিটল, শরীফ হাসান অনু, কৃষি বিষয়ক সম্পাদক ড. একেএম আব্দুর রফিক, সদস্য নিলুফার আনজুম পপি, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ কমিটির সদস্য মোর্শেজদূজ্জামান সেলিম, গৌরীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুব লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন খান, ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম বলু হাজী, গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি অধ্যক্ষ রুহুল আমিন, যুগ্ম-সাধারণ সম্পাদক ম. নূরুল ইসলাম, কৃষি বিষয়ক সম্পাদক হাফিজ উদ্দিন, শিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুল মোতালিব বিএসসি, কৃষকলীগের সভাপতি আবুল হাসিম, সাধারণ সম্পাদক মনসুর আহম্মেদ মিলন, পরিবারের পক্ষ থেকে সাবেক ছাত্রলীগ নেতা সাদেকুর রহমান সেলিম, নিহত মাসুদূর রহমান শুভ্র’র স্ত্রী তাহরিমা আক্তর চুমকী প্রমুখ।

বক্তারা মামলাটিকে দ্রুত বিচার ট্রাইব্যুনালে নেয়ার জন্য জোর দাবী জানান।

এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সাবেক সংসদ সদস্য রওশন আরা নজরুল, জেলা আওয়ামী লীগের সদস্য নাজনীন আলম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু বিধূ ভ‚ষণ দাস, উপজেলা যুবলীগের সভাপতি সানাউল হক, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবুল, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য তানজীর আহমেদ রাজীব, জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এবিএম নুরুজ্জামান খোকন, সাধারণ সম্পাদক উত্তম চক্রবর্তী রকেট, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও ভাইস চেয়ারম্যান সোহেল রানা, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) রাকিবুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি উত্তম সরকার, সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেনসহ জেলা, উপজেলা, ইউনিয়ন আওয়ামী অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও বিআরডিবি’র চেয়ারম্যান মাসুদুর রহমন শুভ্রকে ১৭ অক্টোবর ২০২০ তারিখ রাত ১০.১০ মিনিটে পৌর শহরের পান মহালে কুপিয়ে হত্যা করে দুর্বত্তরা। আলোচিত এ হত্যা মামলাটি ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) তদন্ত করছে।

নিহত শুভ্রের ছোট ভাই আবিদুর রহমান প্রান্ত বাদী হয়ে ১৪ জনের নাম উল্লেখ করে গৌরীপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করে।

পরে এ মামলায় ১নং মইলাকান্দা ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক রিয়াদুজ্জামান রিয়াদ এবং গৌরীপুর পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি সৈয়দ রফিকুল ইসলামসহ ১৯ জনের বিরুদ্ধে তদন্ত শেষে আদালতে চার্জশীট দাখিল করেন জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মামলাসূত্রে জানা যায়, মামলার প্রধান আসামি ১নং মইলাকান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিয়াদুজ্জামান রিয়াদ ও পৌর মেয়র সৈয়দ রফিকুল ইসলামসহ সবাই উচ্চ আদালতের জামিনে রয়েছেন। পরে নিম্ন আদালতে হাজিরা দিলে তিনজনের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠান বিজ্ঞ আদালত। একজন পলাতক রয়েছন।

এ মামলায় এজাহারভুক্ত অন্যান্য আসামিরা হলেন- ইউপি চেয়ারম্যান রিয়াদুজ্জামান রিয়াদের ছোটভাই মাসুদ পারভেজ কার্জন (২৭), মেয়র সৈয়দ রফিকুল ইসলামের ছোট দুই ভাই যুবদল নেতা সৈয়দ তৌফিকুল ইসলাম (৪১) ও সৈয়দ মাজাহারুল ইসলাম জুয়েল (৩৮), ছাত্রদল নেতা সাকিব আহমেদ রেজা (২৮), স্বেচ্ছাসেবক দলের সদস্য মোজাম্মেল হক (৩০), চৌকিদার খাইরুল ইসলাম (৩০), ছাত্রদলকর্মী রিফাত (২৫), ট্রাকচালক মো. আবু হানিফা (৩০), জাহাঙ্গীর আলম (২৮), মজিবুর রহমান (৩০), শরীয়তউল্লাহ ওরফে সুমন (৩৩), রাসেল মিয়া (৩২), কামাল মিয়া (৩৫), মো. মাইনউদ্দিন (২০), শরীফুল ইসলাম নাঈম (২২), রুহুল আমীন (২৮) ও শাহজাহান মিয়া (২৫)।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT