ঢাকা (দুপুর ১২:৫৮) রবিবার, ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


শুধু মজার জন্যই খেলেন ৮০ বছরের রানী হামিদ

খেলাধুলা ২১০৯ বার পঠিত
Rani Hamid
আন্তর্জাতিক মাস্টার নর্ম অর্জনকারী প্রথম বাংলাদেশী মহিলা দাবাড়ু রাণী হামিদ

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক Clock মঙ্গলবার বেলা ১২:১৫, ২৪ সেপ্টেম্বর, ২০২৪

বয়স পেরিয়ে গেছে ৮০। তবুও সাবলীলভাবে দাবা খেলে চলছেন রানী হামিদ। প্রায় ৪০ বছর ধরে বিশ্ব মঞ্চে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছেন এই আন্তর্জাতিক নারী মাস্টার। সদ্য শেষ হওয়া দাবা অলিম্পিয়াডে চমক দেখিয়েছেন বর্ষিয়ান এই দাবাড়ু। টানা ছয় রাউন্ডে জয় পেয়েছিলেন তিনি।

বয়স বাড়লেও তার ছাপ পড়েনি খেলায়। ৮০ বছর বয়সেও ১৮ বছরের তরুণীর মতো খেলে চলছেন রানী হামিদ। ফলাফল নয়, শুধুমাত্র মজার জন্যই দাবা খেলেন বলে জানিয়েছেন তিনি।

দেশের একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রানী হামিদ বলেন, ‘আমি দাবা খেলাটা ভালোবাসি, উপভোগ করি খেলতে। আমি থামার কথা ভাবি না। দাবা খেলা নিয়ে আমার প্রেরণার ঘাটতি নেই। আমি এখনো পারফর্ম করছি কারণ আমি খেলাটা ভালোবাসি। আমি সব কিছু ভুলে যাই (ফল) কারণ আমি খেলি স্রেফ মজার জন্য। আমি প্রতিপক্ষ নিয়ে ভাবি না। কখনো জানিই না প্রতিপক্ষ কে।’

১৯৮৪ সালে অভিষেক হয় রানী হামিদের। এরপর থেকে ২০২২ সাল ছাড়া প্রতিবারই দাবা অলিম্পিয়াডে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেছেন তিনি। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এটা খুব ভালো অনুভূতি। কারণ দাবায় বাংলাদেশকে প্রতিনিধিত্ব করা একটা গর্বের বিষয়। এই ধাপে আমি এসেছি যোগ্যতা দিয়ে। বিশ্বের নানান প্রান্তের খেলোয়াড়দের সঙ্গে খেলা খুব ভালো অনুভূতি।’




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT